বাংলাহান্ট ডেস্কঃ ভগবান রামের (Lord Rama) অস্তিত্ব নিয়ে এবার প্রশ্ন তুললেন লোটন রাম নিশাদ (Lotan Ram Nishad)। সমাজবাদী পার্টির (Samajwadi Party) পিছিয়ে পড়া শ্রেণীর সভাপতি লোটন রাম নিশাদ ভগবান রামের জন্ম নিয়েও প্রশ্ন তুলেছেন। ভগবান রামের প্রতি তাঁর কোন বিশ্বাস নেই বলেও দাবী করেন তিনি। তিনি ভগবান রামকে এক কাল্পনিক চরিত্র হিসাবে বর্ণনা করে বলেছেন, সংবিধানও তাঁর কথায় একমত যে ভগবান রাম ভারতের মাটিতে জন্মগ্রহণ করেননি।
ভগবান রামের প্রতি আমার কোনও বিশ্বাস ভরসা নেই
মঙ্গলবার অযোধ্যা পৌঁছে লোটন নিশাদ এই সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানান, ‘অযোধ্যায় রাম মন্দির হোক অথবা কৃষ্ণ মন্দির হকো, তাতে আমার কিছু যায় আসে না। ভগবান রামের প্রতি আমার কোনও বিশ্বাস ভরসা নেই। এগুলি সবই মানুষের ধারণা করা কাল্পনিক এবং চলচ্চিত্রের চরিত্রের অংশ’।
পিছিয়ে পড়া মানুষই সরকার গড়বে
সেইসঙ্গে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘রাজনৈতিক সুবিধার্থে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে দ্বন্ধ বাঁধাতে চাইছে বিজেপি। তবে বর্তমানে সমাজের পিছিয়ে পড়া মানুষেরা একজোট হচ্ছে। আমার বিশ্বাস উত্তরপ্রদেশের আগামী সরকার একজন সমাজের পিছিয়ে মানুষই হবে’।
সমাজের কল্যানের সাথে যুক্ত ব্যক্তিদের সম্মান জানাই
তিনি আরও বলেন, ‘যাদের দ্বারা আমি সুবিধা প্রাপ্ত হয়েছি, তাঁদের প্রতি আমার বিশ্বাস রয়েছে। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, করপুরি ঠাকুর, মহাত্মা জ্যোতিবা ফুল এবং ছত্রপতি সাহু জি মহারাজ এনারা সকলেই সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণিকে অধিকার দিয়েছিলেন। সমাজের এই মহাপুরুষদের কারণেই আমরা লেখাপরার সুযোগ পেয়েছি, চাকরী করতে পারছি এবং সর্বোপরি সমাজের সম্মানীয় স্থান পেয়েছি, তাই তাঁদের প্রতি আমার বিশ্বাস এবং শ্রদ্ধা রয়েছে’।