মানুষ হিসাবে গম্ভীরকে একেবারেই পছন্দ করি না, ফের কটাক্ষ করলেন আফ্রিদি।

যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতেন তখন খেলা চলাকালীন মাঠের মধ্যেই বহুবার একে অপরের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর এবং প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। এখন দুজনেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে দুজনের মধ্যে সেই লড়াইয়ের নিষ্পত্তি হয় নি। এখনও প্রায় দিনই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় দুজন একে অপরকে আক্রমণ করে থাকেন।

এইদিন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি পাকিস্তানের এক সাংবাদিক জয়নাব আব্বাসকে সাক্ষাৎকার দেওয়ার সময় ফের আক্রমণ করে বসেন গৌতম গম্ভীরকে। আফ্রিদি বলেন, একজন ক্রিকেটার এবং ব্যাটসম্যান হিসেবে আমি গৌতম গম্ভীরকে সম্মান করি। কিন্তু একজন মানুষ হিসাবে আমি ওকে কখনোই পছন্দ করিনা।

251100172abb9857c628c054b0e95b22af707a02c90e6bd751b7bf4372a72da8ec82a21

আফ্রিদি বলেন আমার মনে হয় প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর এর মধ্যে বেশ কিছু সমস্যা রয়েছে। কখনো কখনো গৌতম গম্ভীর এমন কিছু কথা বলে থাকেন যেগুলো শোনার পর এটাই মনে হয় যে গৌতম গম্ভীরের মধ্যে কিছু সমস্যা রয়েছে। এর আগে অনেকবার আফ্রিদি একইভাবে গৌতম গম্ভীরকে কটাক্ষ করেছেন, তবে তখন আফ্রিদিকে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছিলেন গৌতম গম্ভীর।

Udayan Biswas

সম্পর্কিত খবর