বর্তমান ক্রিকেটে শারীরিক ফিটনেস, মানসিক দৃঢ়তা কিংবা ব্যাটিং সবদিক দিয়ে সেরা হচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলি এই মুহূর্তে অনেক তরুণ ক্রিকেটারদের কাছে অনুপ্রেরণা। তবে দল থেকে বাদ পড়ে এই কোহলিই একসময় সারারাত কেঁদেছিলেন। এই মুহূর্তে গৃহবন্দি অবস্থায় দিন কাটাতে গিয়ে নিজের জীবনের গল্প অনলাইনে বলে তার ভক্তদের অনুপ্রেরণা জোগালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
করোনা ভাইরাসের জন্য এই মুহূর্তে সারা বিশ্বজুড়ে লকডাউন চলছে। লকডাউন এর জেরে বন্ধ রয়েছে সমস্ত খেলাধুলা। সেই কারণে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা শর্মা এই মুহূর্তে গৃহবন্দি অবস্থায় জীবন যাপন করছেন। এরই মধ্যে একটি অনলাইন এডুকেশন প্লাটফর্মে ছাত্র- ছাত্রীদের উদ্বুদ্ধ করার জন্য বিরাট কোহলি শোনালেন তাঁর জীবনের কাহিনী। বিরাট শোনালেন তাঁর ক্যারিয়ারের প্রথমদিকে ভেঙ্গে পড়েও কেমন ভাবে উঠে দাঁড়িয়েছেন এবং সফলতা অর্জন করেছেন।
নিজের ক্যারিয়ারের শুরুর দিকে গল্প শোনাতে গিয়ে বিরাট কোহলি জানালেন যে আমি আমার রাজ্যের ক্রিকেট দল থেকে যখন প্রথমবার বাদ পড়ে ছিলাম তখন সারারাত জেগে প্রায় রাত তিনটে অব্দি আমি কেঁদেছিলাম। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে রান করার সত্ত্বেও কেন আমাকে বাদ দেওয়া হল। আমি আমার কোচ কে বারবার জিজ্ঞেস করছিলাম। তবে সেই সময় আমি একটাই প্রতিজ্ঞা করেছিলাম যে নিজে চেষ্টা করব এবং ঘুরে দাঁড়াবো। আর নিজের উপর সেই বিশ্বাস এবং পরিশ্রমই আজ আমাকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বানিয়েছে।