বাংলা হান্ট ডেস্ক: এ যেন ঠিক উলট পুরাণ! বগটুই “হত্যাকান্ডে”র পর যে আনারুলকে নিয়ে হইচই শুরু হয়েছে চারিদিকে সেই আনারুলই এবার অদ্ভুত দাবি জানালেন। শুক্রবার দুপুরে রামপুরহাট মহকুমা আদালতে তোলার আগে তিনি দাবি করেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নাকি তিনি আত্মসমর্পণ করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার বগটুইর ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত গ্রেফতারও করা হয় আনারুলকে। পাশাপাশি, ওই ঘটনায় এসডিপিও ও আইসি-র গাফিলতি ছিল বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিকে, গ্রেফতার হওয়ার পর শুক্রবার তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেন সহ ধৃতদের তোলা হয় রামপুরহাট মহকুমা আদালতে। সেখানেই তিনি দাবি করেন যে, “আমি নির্দোষ, দিদির নির্দেশেই আত্মসমর্পণ করেছি।” পাশাপাশি, এদিন রামপুরহাট মহকুমা আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ।
ইতিমধ্যেই বগুটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এমতাবস্থায়, হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার নেওয়ায় বিরোধীরা অত্যন্ত উচ্ছ্বসিত। শুধু তাই নয়, এই প্রসঙ্গে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তদন্তের স্বার্থে আর কোনোরকম পদক্ষেপ গ্রহণ করতে পারবেনা সিট। তাই, সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে ধৃতদের। আপাতত প্রধান বিচারপতির নজরদারিতেই চলবে তদন্ত।
এদিকে, এই ঘটনায় সন্দেহভাজনদেরও নিজেদের হেফাজতে নিতে পারবে সিবিআই। জানা গিয়েছে যে, আগামী ৭ এপ্রিলের মধ্যে সিবিআইকে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। পাশাপাশি, এই তদন্তের ফলে বীরভূমের জেলা নেতৃত্বের অনেক শীর্ষ নেতাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।