“আই লাভ মহম্মদ”-কে ঘিরে যোগীরাজ্যে কড়া অ্যাকশন! সেই স্লোগানই এবার খাস কলকাতায়! শুরু বিতর্ক

Published on:

Published on:

I Love Muhammad poster spotted in Kolkata.

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে “আই লাভ মহম্মদ” স্লোগানটি। একদিকে যেখানে এই স্লোগানকে ঘিরে সমগ্র উত্তরপ্রদেশ জুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে ঠিক এই আবহেই খাস কলকাতায় (Kolkata) “আই লাভ মহম্মদ” লেখা ব্যানার চোখে পড়েছে।

কলকাতায় (Kolkata) “আই লাভ মহম্মদ” লেখা ব্যানার:

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কলকাতার (Kolkata) বড়বাজার এবং মোহাম্মদ আলী পার্ক সংলগ্ন এলাকায় এহেন ব্যানার রয়েছে। বিজেপির মুরলীধর স্ট্রিটে থাকা দলীয় কার্যালয়ের ২ কিমির মধ্যে থাকা এই ব্যানারই এখন আলোচনার বিষয়বস্তু  হয়ে উঠেছে। যে স্লোগানকে ঘিরে যোগীরাজ্যে তুমুল অ্যাকশন পরিলক্ষিত হয়েছে সেই স্লোগানই বঙ্গে স্বমহিমায় জ্বলজ্বল করছে।

I Love Muhammad poster spotted in Kolkata.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে হযরত মহম্মদের জন্মদিনে কানপুর থেকে শুরু করে মীরাট সহ উত্তরপ্রদেশের বিভিন্ন বড় শহরে “আই লাভ মহম্মদ”-এর আলোকোজ্জ্বল ব্যানার চোখে পড়ে। এমতাবস্থায়, বিষয়টির পরিপ্রেক্ষিতে হিন্দু গোষ্ঠীগুলির আপত্তির কারণে বেশ কয়েকটি শহরে বিক্ষোভ এবং উত্তেজনার আবহ তৈরি হয়।

আরও পড়ুন: দীপাবলির সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে শেয়ার বাজার! কবে হবে মুহুরত ট্রেডিং? জানুন দিনক্ষণ

মূলত, কিছু হিন্দু গোষ্ঠী দাবি করে যে, এহেন স্লোগানের মাধ্যমে ধর্মীয় শোভাযাত্রার নিয়ম লঙ্ঘিত হয়েছে। যার পরিপ্রেক্ষিতে পুলিশের কাছেও অভিযোগ জমা পড়ে এবং আইনি ব্যবস্থাও নেওয়া হয়। গত ২৩ সেপ্টেম্বরের মধ্যে এই জাতীয় বিক্ষোভ এবং ব্যানার সম্পর্কিত বিষয়ের কারণে প্রায় ১,৩০০-রও বেশি মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও, উত্তরপ্রদেশের বরেলিতে হিংসাত্মক ঘটনাও ঘটে।

আরও পড়ুন: মার্কিন শুল্ক নিয়ে “টেনশন” কবে শেষ হবে? কতদূর এগোল আলোচনা? রাখঢাক না রেখে জানালেন পীযূষ গোয়েল

শুধু তাই নয়, বিষয়টি এতটাই গুরুতর হয়ে পড়ে যে এই বিতর্কের ফলে অনলাইনে পাল্টা বিক্ষোভের সূত্রপাত করে হিন্দু গোষ্ঠীগুলি। যেখানে, “আই লাভ রাম” এবং “আই লাভ মহাদেব”-এর মতো বার্তাকে পোস্ট করা হয়। এমতাবস্থায়, এবার শহর কলকাতাতেও (Kolkata) দেখা গেল সেই বিতর্কিত “আই লাভ মহম্মদ” স্লোগান।