মমতার সবুজ ফাইলে কী ছিল? ED অভিযানের মাঝেই রহস্যে নতুন মোড় নিল I-PAC কাণ্ড

Published on:

Published on:

I-PAC ED Raid Mamata’s Green Folder Sparks Political Storm
Follow

বাংলা হান্ট ডেস্কঃ গত বৃহস্পতিবার এক নাটকীয় ঘটনার সাক্ষী থেকেছে গোটা রাজ্যবাসী। কলকাতার সল্টলেকে I-PAC-এর অফিস এবং I-PAC কর্তা প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তদন্ত (I-PAC ED Raid) চলাকালীনই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু সময় ভিতরে থাকার পর তাঁকে বুকে আগলে একটি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। এর কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসেও যান। সেখানেও তাঁর এক সহযোগীকে মুখ্যমন্ত্রীর গাড়িতে কিছু ফাইল তুলতে দেখা যায়। এই দুই ঘটনাই মুহূর্তের মধ্যে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দেয়।

বৃহস্পতিবারের ঘটনা (I-PAC ED Raid) নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন

এই ঘটনার (I-PAC ED Raid) পর সাধারণ মানুষের মনে মূলত দু’টি প্রশ্ন উঠে এসেছে –

  • প্রথমত, মুখ্যমন্ত্রীর হাতে ধরা ওই সবুজ ফোল্ডারের ভিতরে আসলে কী ছিল?
  • দ্বিতীয়ত, ইডির তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী কি এভাবে ঢুকে পড়ে ফাইল নিয়ে আসতে পারেন?

সবুজ ফোল্ডারে কী থাকতে পারে?

তৃণমূলের মতে, ভোটের আগে প্রার্থী তালিকা তৈরির জন্য যে সমীক্ষার কাজ হয়, সেই দায়িত্ব I-PAC পালন করে। বিজেপি যেমন এই ধরনের কাজ শুরু করেছে, তেমনই তৃণমূলও করেছে। সেই মত সম্ভাব্য প্রার্থী তালিকা, নাম-ধামের খুঁটিনাটি তথ্য, ভোটকৌশল এবং ধাপে ধাপে কীভাবে প্রচার চালানো হবে, এই সব নকশা আইপ্যাকের অফিস বা প্রতীক জৈনের বাড়িতে থাকাই স্বাভাবিক।

তবে বিরোধী শিবীরের ধারণা অন্য। বিরোধীদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইলটি নিয়ে বেরিয়েছেন তাতে এমন কিছু থাকতে পারে যা সবার সকলের সামনে এলে তৃণমূলের জন্য ক্ষতি। তাই তড়িঘড়ি তিনি ওই ফাইলটি বুকে আগলে করে নিয়ে বেরিয়ে গিয়েছে।

Enforcement Directorate raids Pratik Jain’s residence and I-PAC offices in Kolkata

আরও পড়ুনঃ কেন মমতাকে আটকানো হয়নি? ED অভিযানের সময় মুখ্যমন্ত্রীর ‘গুন্ডামি’র অভিযোগ তুলে শুভেন্দু বলেন…

কার্যত গত বৃহস্পতিবারের ঘটনায় রাজ্য রাজনীতিতে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনার (I-PAC ED Raid) প্রেক্ষিতে একাধিক মামলা জারি হয়েছে। তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রীর প্রবেশ এবং ফাইল, হার্ডডিক্স নিয়ে বেরিয়ে যাওয়া নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছে ইডি। অন্যদিকে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে পাল্টা মামলা দায়ের করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই বিধানসভা ভোট, তার আগে এই ঘটনা আসন্ন নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।