বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের শাসক দলের বিধায়ক তিনি। সেই জাকির হোসেনকেই (Jakir Hossain) খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। ঝাড়খণ্ডের একটি নম্বর থেকে ক্রমাগত হুমকি আসছিল বলে অভিযোগ। সেই ঘটনায় এবার ঝাড়খণ্ড থেকেই এক ব্যক্তিকে গ্রেফতার করা হল। তৃণমূল বিধায়ককে (TMC MLA) কেন ‘হুমকি’ দিচ্ছিলেন? ইতিমধ্যেই সেই কারণ ‘ফাঁস’ করেছেন তিনি।
রবিবার সাংবাদিক বৈঠক করে জাকির জানিয়েছেন, তাঁর হোয়্যাটসঅ্যাপ নম্বরে কেউ বা কারা নানান ধরণের অকথ্য গালিগালাজের মেসেজ করছেন। সেই সঙ্গে তাঁকে বোমা মারার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি। ভোটের আবহে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে চর্চা শুরু হয়ে যায়। এবার জানা গেল, এই ঘটনায় আসাদুজ্জামান নামের এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। সোমবার তাঁকে জঙ্গিপুর আদালতে (Jangipur Court) তোলা হবে।
গতকাল জাকির বলেছিলেন, ‘আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি বলে আমায় হেনস্থা করা হচ্ছে। কয়েকজন দালাল নানানভাবে হুমকি দিচ্ছে যে রেইড করিয়ে দেব। মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেব। তৃণমূল কংগ্রেস করি বলে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। গালিগালাজ করা হচ্ছে’।
আরও পড়ুনঃ রেমালের জেরে জলমগ্ন কলকাতা! দক্ষিণবঙ্গে ‘দুর্যোগ’ আর কতক্ষণ? রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট
এই ঘটনার জেরে আগেই সুতি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। এবার গ্রেফতার হলেন আসাদুজ্জামান। জেলা পুলিশ আধিকারিকদের নির্দেশ অনুসারে অভিযুক্তের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
এদিকে অভিযুক্ত আসাদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, সে জাকিরের কন্যাকে ভালোবাসতো। কিন্তু তাঁর কাছ থেকে কোনও রিপ্লাই আসেনি। এই কারণে বিরক্ত হয়ে গিয়েছিলেন তিনি। আর সেই কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন।
আসাদুজ্জামান বলেন, ‘আমি ২ বছর ধরে ওনার মেয়েকে ভালোবাসি। সেই কারণে আমি জাকির হোসেনকে মেসেজ করতাম। তবে উনি কোনও রিপ্লাই দিতেন না। সেই জন্য আমি বিরক্ত হয়ে কিছু কথা বলে ফেলেছি’। যদিও অভিযুক্ত দাবি করেছেন তিনি কোনও প্রকার হুমকি দেননি।