বাংলা হান্ট ডেস্কঃ হঠাৎ করে আইপিএল শুরু হওয়ার আগেই দুবাই থেকে ভারতে চলে এসেছেন সুরেশ রায়না (Suresh Raina)। প্রাথমিকভাবে জানা গিয়েছিল ব্যক্তিগত কারনের জন্য এবারের আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন সুরেশ রায়না, চেন্নাই সুপার কিংস এর তরফ থেকেও এমনটাই জানানো হয়েছিল। এছাড়াও চেন্নাই সুপার কিংস এর তরফ থেকে জানানো হয়েছিল এই বছর আইপিএলে আর খেলবেন না সুরেশ রায়না।
প্রথমে জানা গিয়েছিল পাঠানকোটে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হয়েছেন রায়না পিসেমশাই এছাড়াও গুরুতর ভাবে আহত হয়েছেন রায়নার পিসি এবং তার দুই পিসতুতো ভাই। সেই কারণেই পরিবারের পাশে দাঁড়াতে তড়িঘড়ি দুবাই থেকে ভারতে উড়ে এসেছেন তিনি। এছাড়াও চেন্নাই সুপার কিংসের তেরো জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন তাই এই মুহূর্তে দুবাইতে থাকা নিজের জন্য সেফ মনে হয় নি, তাই রায়না আইপিএল না খেলে দেশে ফিরে এসেছেন।
তবে সেই সমস্ত দাবিকে উড়িয়ে দিয়ে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, দুবাইতে নিজের ঘর পছন্দ হয় নি রায়নার। রায়নার ঘরে ব্যালকুনি ছিল না তাই তিনিও ধোনির মত ভালো ব্যালকুনি যুক্ত ঘরের দাবি করেছিলেন কিন্তু চেন্নাই সুপার কিংসের তরফে সেটা মেনে নেওয়া হয় নি। এই ব্যাপারে চেন্নাই কর্তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন রায়না এমনকি ধোনিও এই সমস্যার সমাধান করতে পারেন নি। আর তাই রায়না আইপিএল না খেলেই দেশে ফিরে এসেছেন। এই ব্যাপার নিয়ে চেন্নাই কর্তারাও ক্ষুব্ধ রায়নার উপর।