আইপিএলে 13 বার নাম লিখিয়ে একবারও কোন দলে সুযোগ পায়নি বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তেরো বার নাম লেখানোর সত্ত্বেও একবারও কোন দল তাকে নিজেদের দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি। এখান থেকে কার্যত কিছুটা কষ্ট পেয়েই মুশফিকুর রহিম বললেন কোনো আইপিএল ফ্রাঞ্চাইজি তাকে না নেওয়াতে তিনি একটুও হতাশ নন। বরং তিনি মনে করেন আইপিএলে এই রকম চলতে থাকে অর্থাৎ মুশফিকুর রহিমের কথায় একবার সমস্ত ফ্র্যাঞ্চাইজি কোন প্লেয়ার কে নেওয়ার জন্য উঠেপড়ে লাগবে, আবার পরের বার সেই খেলোয়ারকে নেওয়ার ব্যাপারে কোনো ফ্রাঞ্চাইজি অগ্রহ প্রকাশ করে না।
এইদিন মুশফিকুর রহিম বলেন যে কোন আইপিএল দল আমাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন নি এতে আমি বিন্দুমাত্র কষ্ট পায়নি বরং তিনি বলেন যে এবার আইপিএলের নিলামে নিজের নাম নথিভুক্ত করার ইচ্ছা ছিল না, আইপিএলের তরফে বলার পরেই তিনি নিজের নাম নিলামের জন্য নথিভুক্ত করে ছিলাম। সেই সময় তিনি ভেবেছিলেন হয়তো কোন দল তাকে নিলেও নিতে পারে অর্থাৎ আইপিএলে তিনি যে ডাক পাবেন সে আশা উনার মনের মধ্যে জমে ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোন দল মুশফিকুর রহিমকে নেওয়ার প্রয়োজন মনে করেননি। এই প্রসঙ্গে তিনি বলেন আমি এতে বিন্দুমাত্র হতাশ নয়।
কিন্তু কেন বারবার আইপিএলে নাম লেখানোর সত্বেও মুশফিকুর রহিমকে কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজি নেওয়ার প্রয়োজন মনে করছেন না? এই ব্যাপারে প্রশ্ন করা হলে মুশফিকুর রহিম বলেন হয়তো আমার খেলা আইপিএল টিম ম্যানেজমেন্টের মন কাড়তে পারেনি, আর তাই 13 বার নাম লেখানোর সত্ত্বেও কোন আইপিএল ফ্রাঞ্চাইজি আমাকে তাদের দলে নেওয়ার প্রয়োজন মনে করেন নি।