বাংলা হান্ট ডেস্ক: বিশিষ্ট অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়, সাফ জানিয়ে দিলেন, ‘বিজেপি–র সঙ্গে আমার কোনও সংশ্রব নেই। বিজেপি–তে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। কোনও দিনই সেই সম্ভাবনা নেই।’। বৃহস্পতিবার দিল্লিতে টলিউডের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বিজেপিতে যোগ দেওয়ায়, কয়েকদিন আগে কয়েকটি সংবাদমাধ্যমে বিপ্লববাবুকে নিয়ে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়।
এদিন বিপ্লববাবু খোলাখুলি জানিয়ে দেন ‘আমি বামপন্থী ছিলাম। চিরকাল সিপিএমেই থাকব। কয়েকজন আমাকে জানিয়েছিলেন, দুঃস্থ শিল্পীদের সাহায্যের কাজে আমি থাকব কি না। সেটা আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও থাকব। যারা আমার সঙ্গে কথা বলেছিলেন, তাঁরা যে এটাতে বিজেপি–র রং দেবেন, আমার জানা ছিল না। কিছু মিডিয়াতেও ভুলভাবে এই খবর প্রকাশিত হয়েছে। আমি স্পষ্ট ভাষায় জানাচ্ছি, বিজেপি–র সঙ্গে আমার কোনও সংযোগ নেই, ভবিষ্যতেও থাকবে না।’
উল্লেখ্য, দিল্লির সদর দপ্তরে একের পর এক বিজেপিতে যোগ দিয়েছেন টলিউডের কলাকুশলীরা, তাদের মধ্যে রয়েছে ঋষি, কৌশিক, পার্নো মিত্র, বিশ্বজিৎ গাঙ্গুলি, অরিন্দম হালদার, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনা মিত্র–সহ টলিউডের ১০ জন শিল্পী। বিজেপি নেতা দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহারা তাঁদের হাতে প্রাথমিক সদস্যপদ তুলে দেন।