‘আমি যাদবপুর যাব না, ওটা আতঙ্কপুর হয়ে গেছে! মৃত্যু রহস্যের পিছনে রয়েছে CPM!’ বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় সরাসরি বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ‘মার্কসবাদীদের’ দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, ‘ওখানে কটা আগমার্কা সিপিএম (Communist Party of India) আছে। তারা মনে করে, নতুন ছেলেমেয়েরা গ্রামবাংলা থেকে এলে তাদের উপর অত্যাচার করা তাদের অধিকার।’

যাদবপুরে মৃত ছাত্রের নাম মুখে না আনলেও মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘এমন অত্যাচার করছে যে জামা কাপড় পর্যন্ত খুলে নিচ্ছে। তার পর গামছা পরিয়ে দিচ্ছে। জানি না গামছা মনে হয় মৃত্যুর পর পরানো হয়েছিল।’

   

ঠিক কেন যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু হল, সেই ব্যাপারে দলীয় কর্মসূচিতে আলোকপাত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ছেলেটির হাতে একটি মাদুলি ছিল। ওরা খুলতে বলেছিল। যেন সবটা ওদের জমিদারির ব্যাপার।’ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে বাম ছাত্ররা একটা দুর্ভেদ্য দুর্গের মত তৈরি করেছে। দীর্ঘদিন ধরে এই অভিযোগ তৃণমূলের ছাত্র সংগঠনের।

mamata jhargram

শুধু তাই নয়, ঘটনার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিসকে প্রথমে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই অভিযোগকেই কার্যত উসকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বলেন, ‘ওটা যেন ওদের লাল দুর্গ। র‌্যাগিং করে। সিসিটিভি লাগাতে দেয় না। পুলিশকেও ঢুকতে দেয় না। যাদবপুর আতঙ্কপুর হয়ে উঠেছে। আমি ওখানে যেতে চাই না।’

মমতা আরও বলেন, ‘সবাই খারাপ না। ওখানে কিছু আগমার্কা সিপিএম আছে। তারা মনে করে নতুন ছেলেমেয়েরা গ্রামবাংলা থেকে আসলেই তাদের উপর অত্যাচার চালানো একটা অধিকার। আজও লজ্জা নেই। এখনও সেই দানবিক ভূমিকায় রয়েছে এরা। কেউ সিপিএম, বিজেপি করবেন না। এরা দানবিক শক্তি। মানবিক শক্তি নয়।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর