আর নয় ট্যাক্সি বা মেট্রো! এবার ড্রোনের মাধ্যমে, মানুষ পৌঁছবে গন্তব্যে! বড় তথ্য সামনে আনলেন গড়করি

বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় সড়ক, পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari) সড়কপথে দেশের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত এবং গতিশীল করে তুলতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছেন। পাশাপাশি, তিনি নিত্যনতুন প্রযুক্তিকে কিভাবে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে সেই বিষয়েও যথেষ্ট মনোনিবেশ করেন। তবে, এবার একটি বড় তথ্য সামনে এসেছে।

ইতিমধ্যেই গড়করি জানিয়েছেন যে, আমাদের দেশে সেই দিন খুব বেশি দূরে নেই যখন মানুষ বিমানবন্দরে যেতে ড্রোন ব্যবহার করবে। অর্থাৎ, মানুষ ড্রোনে বসেই শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। এছাড়াও, তিনি বেঙ্গালুরুর একটি পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন। যেখানে ড্রোন প্রযুক্তির মাধ্যমে বাস আকাশে ওড়ানোর পরিকল্পনা চলছে। যেটিতে একসাথে প্রায় ২৫০ জন যাতায়াত করতে পারবেন।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে, “বর্তমানে ভারতের শক্তি বৃদ্ধির কারণ হল অন্য দেশের জমি দখল না করা। কারণ, আমরা সম্প্রসারণবাদী নই। পাশাপাশি, আমাদের ভারতকে ভিতরে ও বাইরে থেকে নিরাপদ করতে হবে। প্রযুক্তির ব্যবহার ও বিকাশ করতে হবে। ভারতকে বিশ্বের এক নম্বর সুপার পাওয়ার এবং সুপার ইকোনমি দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার আমাদের নিতে হবে। ইতিমধ্যেই আজ আমরা চন্দ্রযানের মাধ্যমে চাঁদে পৌঁছনোর চেষ্টা করছি।”

আরও পড়ুন: ‘স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাস্তায় নামুন!’, একি বললেন ভারতের প্রধান বিচারপতি? উত্তাল দেশ

তিনি বলেন, আগামী দিনে মানুষ ড্রোনে বসে ভ্রমণ করতে পারবে। পাশাপাশি, ড্রোনের মাধ্যমে ২০০ কেজি পর্যন্ত পণ্য বহন করা হবে। এজন্য তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, সেই দিন বেশি দূরে নয় যেদিন মানুষ ড্রোন ব্যবহার করেই নাগপুরের শক্করধারা থেকে রেলস্টেশন ও বিমানবন্দরে যাবেন।

আরও পড়ুন: এবার আকাশ ছুঁয়েছে ডিমের দাম! কিনতে গিয়ে মাথায় হাত ক্রেতাদের, প্রতিটি পিস বিক্রি হচ্ছে এত টাকায়

হিমাচলে ব্যবহার হয়েছে ড্রোন: কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমরা হিমাচল প্রদেশেও এটির ব্যবহার করেছি। পাহাড়ে আপেলের চাষ হয়। এমন পরিস্থিতিতে আপেলকে ওপর থেকে নিচে নামিয়ে আনতে একটি ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোনটিকে সমতল থেকে পাহাড়ে পাঠিয়ে আপেল নামিয়ে আনা হয়। সেই সঙ্গে ড্রোনের মাধ্যমে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্য সামগ্রী, কীটনাশক ও ওষুধও পাহাড়ে পাঠানো হয়েছে।”

Now through the drone, people will reach the destination

সোমবার নাগপুরে পৌঁছেছেন গড়কড়ি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সোমবার নাগপুরে রাষ্ট্র নির্মাণ সমিতির দ্বারা অখণ্ড ভারত সংকল্প দিবসের আয়োজন করা হয়েছিল। যেখানে অংশ নেন নিতিন গড়করি। এদিকে, নাগপুর নিতিন গড়কড়ির হোম জেলা এবং তিনি সেখানকার লোকসভা সাংসদও। ওই অনুষ্ঠানটিতে বন্দে মাতরম গানটি গাওয়ার জন্য শহরের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এই অনুষ্ঠান চলাকালীনই কেন্দ্রীয় মন্ত্রী ড্রোনের প্রসঙ্গটি উল্লেখ করেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর