যে নেতা হবে তাঁকেই সমর্থন করব, জোট নিয়ে করা মুখ্যমন্ত্রীর মন্তব্যে তুমুল জল্পনা

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে দিল্লী সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। গতকালই সৌজন্য বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) সঙ্গে। পূর্বেই বিজেপি বিরোধী জোট গঠনের ডাক দেওয়ার পর, এই সফরে তারই বেশকিছু ঝলক দেখা গেল।

একুশের বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয়লাভের পর থেকেই মোদী বিরোধী প্রধান মুখ হিসেবে তুলে ধরা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেবিষয়ে তিনি বলেন, ‘অনেক ”আচ্ছে দিন” হয়েছে, এবারে ”সাচ্চে দিন” দেখতে চাই আমরা। তবে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার জন্য সব বিরোধী দলের পাশে আমি আছি। তবে আমি নেতা নয়, সাধারণ ”ক্যাডার” হিসেবেই থাকতে চাই’।

bhbb

এদিন সাংবাদিকদের করা জোট নেতৃত্ব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি তো আর জ্যোতিষী নই, তবে যেই হবেন, আমি তাঁকে সমর্থন করব। তবে কে নেতৃত্ব দেবেন সেটা এখনই বলতে পারব না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে, তাঁর নাম কিভাবে বলব! আমি একজন সাধারণ কর্মী হয়েই থাকতে চাই। তবে এই বিষয়ে শীঘ্রই কিছু একটা আলোচনা করা হবে, তখন আমরা সিদ্ধান্ত নেব’।

প্রসঙ্গত, এদিন দিল্লী সফরের তৃতীয় দিনে রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন-সহ দলের লোকসভা ও রাজ্যসভা সাংসদদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

vvv

এই বৈঠক শেষে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীর পদে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই। বর্তমান সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র বিরোধী রাজনৈতিক শিবিরের প্রধান মুখ, তাঁর নেতৃত্বেই বিজেপিকে সরানো সম্ভব হবে। তাই আমরা তাঁর নেতৃত্বেই মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে চাই’।

Smita Hari

সম্পর্কিত খবর