বিধ্বস্ত ভারতীয় সামরিক বিমান,নিহত ১৩

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় সামরিক বিমান অন্তোনভ ৩২ বিমানটি গত ৩ জুন আসামের জোরহাট থেকে অরুণাচল প্রদেশের মেচুকাতে উদ্দেশ্যে যাত্রা করেছিল। বিমানটিতে ১৩ জন আরোহী ছিলেন। বিমানটি ওড়ার আধঘণ্টার মধ্যে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যান্ত্রিক গোলযোগ হয়েছে অনুমান করে তল্লাশি শুরু হয় সেদিন থেকে। অরুণাচলের দুর্গম পাহাড়ের ১২ হাজার ফুট ওপরে চীন সীমান্ত ঘেষা একটি জায়গায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।

cb66f images 13 1

   

ভারতীয় বিমানবাহিনীর আটজন ঘটনাস্থল থেকে জানিয়েছেন ১৩ জন আরোহীর কেউই বেঁচে নেই।ওই বিমানটি রাশিয়ার তৈরি। বিমানটি শক্তপোক্ত বলে সুনাম ছিল। বিমানটি ভেঙে পড়ার কোন কারণ এখনো জানা যায়নি।

সম্পর্কিত খবর