দুই পাইলট সহ খড়গপুরে ভাঙল বায়ুসেনার যুদ্ধবিমান! খবর ছড়িয়ে পড়তেই তীব্র হইচই গ্রামে

বাংলাহান্ট ডেস্ক : এয়ার ফোর্সের প্রশিক্ষণ চলাকালীন খড়গপুরের শুকনিবাসা, দিয়াসা এলাকায় ভেঙে পড়ল বাযুসেনার একটি আস্ত যুদ্ধবিমান। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে৷ জানা যায়, বিমানটি পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা বায়ুসেনা ছাউনি থেকে উড়েছিল৷ বিমান ভেঙে পড়ার আগেই দুই পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসেন৷

সামান্য আহত হন দুই পাইলট৷ স্থানীয় গ্রামবাসীরাই তাঁদের প্রাথমিক শুশ্রূষা করেন৷ প্যারাসুটের মাধ্যমে নেমে প্রাণে দুই পাইলট বাঁচলেও তাঁদের আতঙ্ক এখনও কাটেনি। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বায়ুসেনার আধিকারিকরা৷ আহত দুই পাইলটকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷

আরোও পড়ুন : বায়ুসেনার লক্ষ্যভ্রষ্ট বোমা পড়ল ধান জমিতে, কলাইকুন্ডায় তুমুল আতঙ্ক! ক্ষয়ক্ষতিও অনেক

জানা গিয়েছে, খড়্গপুরের এক নম্বর ব্লকের দিয়াসায় একটি গ্রামের ধানক্ষেতের মধ্যে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে৷ তাই বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷ যে বিমানটি ভেঙে পড়েছে সেটি বায়ুসেনার পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়৷ অবতরণের সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে৷ ঘটনাস্থলে পৌঁছেছে বায়ুসেনা এবং পুলিশের উদ্ধারকারী দল৷৷

আরোও পড়ুন : ফের দরাজ হস্ত মুখ্যমন্ত্রী! রেশন কার্ড থাকলেই মিলবে ১,০০০ টাকা, বার্ধক্য ভাতা নিয়েও বড় চমক

ইতিমধ্যেই এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার এবং প্রশানিক কর্তাদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিকে যুদ্ধবিমানটা ভেঙে পড়ায় বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। আর এলাকার মানুষ আতঙ্কে বাড়ির ভিতর প্রবেশ করে। কী হয়েছে বুঝতে না পেরে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন তাঁরা।

img 20240213 204750

 

পরে জানতে পারেন ধান জমিতে ভেঙে পড়েছে বায়ুসেনার যুদ্ধবিমান। রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। বারবার কেন এমন ঘটছে?‌ উঠছে প্রশ্ন। তারপরই কলাইকুন্ডা এয়ারবেস থেকে বায়ুসেনার অফিসাররা হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর