বাংলাহান্ট ডেস্ক: জীবনের অন্য নাম সংগ্রাম, আর সংগ্রামের মাধ্যমেই আসে সফলতা (Success Story)—এই কথাটির জীবন্ত উদাহরণ আইএএস মনুজ জিন্দল। জীবন তাঁকে একের পর এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে, কিন্তু তিনি কখনও হার মানেননি। অবশেষে আজ তিনি দেশের অন্যতম সম্মানজনক পদে, ভারতীয় প্রশাসনিক পরিষেবার (IAS) কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁর সাফল্যের গল্প আজ সেই সব তরুণ-তরুণীর অনুপ্রেরণা, যারা জীবনের প্রতিকূলতায় ভেঙে পড়েন।
মনুজের সফলতার অনন্য কাহিনি (Success Story)
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা মনুজ জিন্দলের প্রাথমিক শিক্ষা গাজিয়াবাদেই হয়। পরে দেহরাদুনের একটি স্কুলে ভর্তি হন। সেখানেই তিনি ঠিক করেন, দেশের সেবায় আত্মনিয়োগ করবেন। তাঁর লক্ষ্য ছিল ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA)। ২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে এনডিএ পরীক্ষায় সফল হয়ে ১৮তম স্থান অর্জন করেন এবং এনডিএ ক্যাডেট হিসেবে যোগ দেন (Success Story)। কিন্তু ভাগ্য যেন অন্য পরিকল্পনা করে রেখেছিল। এনডিএ-তে প্রথম সেশনে সব ঠিক থাকলেও দ্বিতীয় সেশনে শারীরিক অসুস্থতা ও মানসিক চাপ তাঁকে ভোগাতে শুরু করে। ধীরে ধীরে ডিপ্রেশনে আক্রান্ত হন, আঘাত পান, চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থাকতে হয়। পরে একাডেমি থেকে তাঁকে বাদ দেওয়া হয়। জীবনের সেই অধ্যায় ছিল অন্ধকারময়। দিশাহারা মনুজকে পরিবারের সদস্যরাই তখন নতুন করে সাহস জোগান।
আরও পড়ুন: স্বপ্নপূরণ হল না ট্রাম্পের! নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো
এরপর বন্ধুবান্ধবের পরামর্শে বিদেশে পড়াশোনার সিদ্ধান্ত নেন তিনি। আবেদন করেন একাধিক বিশ্ববিদ্যালয়ে এবং ভর্তি হন আমেরিকার ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ায়। সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর যোগ দেন বার্কলেজ ব্যাংকে, পান উচ্চবেতনের চাকরি। কিন্তু মনে তখনও অপূর্ণ এক স্বপ্ন—ভারতের প্রশাসনিক পরিষেবায় যোগ দেওয়া। ছোট ভাই তখন UPSC পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ভাইয়ের অনুপ্রেরণায় মনুজও দেশে ফিরে আসেন এবং নতুন করে শুরু করেন প্রস্তুতি। ১২ বছর পর তিনি আবার পরীক্ষার মাঠে নামলেন। ২০১৪ সালে প্রথমবারেই প্রিলিমস ও মেইনস পেরিয়ে গেলেও ইন্টারভিউয়ে থেমে যান। দ্বিতীয়বার ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে রিজার্ভ লিস্টে চলে যান। তবে হাল ছাড়েননি। ২০১৭ সালে তৃতীয় প্রচেষ্টায় অবশেষে তাঁর স্বপ্ন সত্যি হয়—UPSC পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ৫৩তম স্থান অর্জন করে IAS কর্মকর্তা হন মনুজ জিন্দল (Success Story)।
বর্তমানে তিনি মহারাষ্ট্র ক্যাডারের ২০১৭ ব্যাচের আইএএস অফিসার। তিনি ভামরাগড়ের এসডিএম, গড়চিরৌলির পোস্টাল অফিসার, জেলা পরিষদ ঠাণের সিইও, এবং এমএসআরডিসি-র যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি, তাঁকে মহারাষ্ট্রের রত্নাগিরির জেলা শাসক (District Collector) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে (Success Story)।
আরও পড়ুন:ভারতের ওপর নয়া চ্যালেঞ্জ? কাশ্মীরি মেয়েদের “টার্গেট” করে নতুন বাহিনীর ঘোষণা মাসুদ আজহারের
এই দীর্ঘ সংগ্রামের পথে মনুজ শুধু নিজের জীবনের গল্পই লেখেননি, অন্যদের জন্যও পথ দেখিয়েছেন। UPSC পরীক্ষার্থীদের জন্য তিনি ‘Acing the Art of Answer Writing’ নামে একটি বই লিখেছেন। পাশাপাশি, নিজের ইউটিউব চ্যানেলে ভবিষ্যৎ প্রশাসকদের প্রস্তুতি ও মানসিক দৃঢ়তার বিষয়ে নিয়মিত দিকনির্দেশ দেন (Success Story)।
মনুজ জিন্দলের কাহিনি প্রমাণ করে—সংগ্রামই জীবনের সত্যিকারের শিক্ষক। যিনি লড়াইয়ের সাহস রাখেন, তাঁর সাফল্যকে কেউ আটকাতে পারে না (Success Story)।