মোটা বেতন সহ একাধিক সুবিধা, মাস গেলে কত টাকা পান আইএএস আধিকারিকেরা? শুনলে ভিমরি খাবেন

Published on:

Published on:

IAS Officers get how much money per month

বাংলা হান্ট ডেস্ক: দেশের অন্যতম কঠিন পরীক্ষা হল আইএএস (IAS), অথবা আইএফএস (IFS)। এই পরীক্ষায় দেয় দেশের লক্ষ লক্ষ পড়ুয়ারা। তবে পাশ করে কয়েকজন।এই পরীক্ষা পাশ করলেই হয় আইএএস আধিকারিক (IAS Officers)। এমনকি এই পরীক্ষায় বসাও মুখের কথা নয়। স্কুল-কলেজের পড়াশোনা শেষ করে ক্যারিয়ার গড়তে অনেকেই ইউ পি এস সি পরীক্ষায় বসেন। ইউপিএসসি পরীক্ষার জন্য একাগ্রতা, অধ্যাবসা ও পরিশ্রম দরকার। এই পরীক্ষা একবারে ক্লিয়ার করা কঠিন। অনেক ছাত্র ছাত্রী ৩-৪ বার দেয় এই সিভিল সার্ভিস পরীক্ষা।

আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হলে মেলে পদমর্যাদা (IAS Officers)

সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে মেলে ১০০ শতাংশ নিরাপত্তা। পাশাপাশি মিলে বেতন ও ভাতার মিলিয়ে মোটা রোজগার। সর্বশেষ কর্মস্থলে পাওয়া যায় পদমর্যাদা ও সামাজিক সম্মান। মোটকথা মানুষ একটি চাকরি ক্ষেত্রে যা যা খোঁজে তার সবই মিলে এই সরকারি চাকরিতে। তাই আইপিএস অথবা আইএএস হওয়ার লক্ষ্যে প্রতিবছর লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষা দেয়। ইউ পিএসসি পরীক্ষায় সফল হলে সেই পরীক্ষার্থী ভারতীয় প্রশাসনিক পরিষেবা, পুলিশ পরিষেবার পদে দাবিদার হন। পাশাপাশি এই পদের শ্রেণীবিভাগ করা হয় তাদের পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে।

এক নজরে দেখে নেওয়া যাক একজন আইএএস পদমর্যাদার আধিকারিকের বেতন কত?

সপ্তম বেতন কমিশনের নিয়ম বলছে, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রশিক্ষণ সমাপ্ত হলে দশম ধাপের পদমর্যাদায় যোগদান করতে হয় সদ্য উত্তীর্ণ আধিকারিককে। এর মাধ্যমে আমলাতন্ত্রে প্রবেশ করেন তাঁরা। পাশাপাশি পদমর্যাদার হিসাবে মহকুমা শাসক বা সহকারী কালেক্টর হিসাবে প্রথম পোস্টিং পান এক জন সদ্য পাশ করা আধিকারিক। এটি মূলত প্রাথমিক স্তরের পদ।

এর পরের পথটি হল সিনিয়র টাইম স্কেল অফিসার। এটি একাদশতম ধাপ। মূলত চাকরির ৪ বছর পূর্ণ হওয়ার পর পদোন্নতি ঘটে। এই পদের নাম দেওয়া হয় ডেপুটি কালেক্টর। উল্লেখ্য, প্রথমেই অবশ্য বড় জেলার দায়িত্ব দেওয়া হয় না সেই আধিকারিকে। চাকরির প্রায় ১৩’বছর অতিক্রম করার পর ১৩ তম ধাপে পৌঁছতে পারেন একজন আইএএস আধিকারিক। তখন সেই আধিকারিক বিশেষ সচিবের পদপ্রাপ্তির ঘটে। এবং তার গুরু দায়িত্ব পড়ে।

১৪ ও ১৫ নম্বর ধাপের সুযোগ হয় যুগ্ম সচিব অথবা প্রধান সচিব হওয়ার। সাধারণত রাজ্য সরকারের কোন দফতরের প্রশাসনিক প্রধান হন প্রধান সচিব। প্রধান সচিবের পরেই রয়েছে মুখ্যসচিবের ধাপ। মুখ্য সচিব রাজ্য প্রশাসনের সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেন।এরপর আইএএস কাঠামোর ক্যাবিনেট সচিব হলেন সরকার ও দেশের সর্বোচ্চ পদমর্যাদার আমলা। তিনি প্রধানত প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেন।

IAS Officers get how much money per month

আরও পড়ুন: মানুষের ভুলেই এত বড় দুর্ঘটনা, আত্মহত্যার প্রবণতা ছিল পাইলটের! আহমেদাবাদ দুর্ঘটনা নিয়ে বোমা ফাটালেন বিশেষজ্ঞ

প্রসঙ্গত, একজন কর্মরত আইএএস আধিকারিক এর বেতন পদোন্নতি ও পদমর্যাতার সঙ্গে সঙ্গে বাড়ে। প্রাথমিক পর্যায়ে যোগদান করে একজন আইএএস আধিকারিক বেতন পান ৫৬ হাজার ১০০ টাকা। এই টাকা পদোন্নতি সঙ্গে সঙ্গে বাড়তে থাকে, যা ৭৮ হাজার ৮০০ টাকা পর্যন্ত যায়। এমনকি, বিশেষ সচিবের পদমর্যাদা ঘটার পর সেই বেতনের পরিমাণ দাঁড়ায় ১লক্ষ ১৮ হাজার ৫০০ টাকা। পাশাপাশি একজন প্রধান সচিব বেতন পান ১ লক্ষ ৮২ হাজার টাকা। এদিকে অতিরিক্ত মুখ্য সচিব পান ২ লক্ষ ৫ হাজার ৪০০ টাকা। বলে রাখা ভালো, এই তথ্যগুলি কেবল তাদের মাসিক বেতন। এছাড়াও তারা নানা রকমের ভাতা ,যেমন – বাড়ি ভাড়ার ভাতা, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা প্রমুখ পান। একজন আইএএস ও আধিকারিক কোন জায়গায় পোস্টিং হলে সেইখানে আবাসন পান। আবাসন পাওয়ার পাশাপাশি নিরাপত্তা, রাঁধুনি ও অন্যান্য অনেক সুবিধা পান।