বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দল এবং মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা আগামীকাল অর্থাৎ ৩০শে এপ্রিল তাদের ৩৫তম জন্মদিন উদযাপন করতে চলেছেন। যদিও চলতি মরশুমটা খুব একটা ভালো যাচ্ছেনা মুম্বাই ইন্ডিয়ান্সের, কিন্তু তবু রোহিতকে আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবেই বিবেচনা করা হয় এবং সে কারণেই সারা বিশ্বের ক্রিকেট অগুনিত ক্রিকেট ভক্তরা তার জন্মদিনের জন্য অপেক্ষা করে থাকেন। কিন্তু এরই মধ্যে রোহিতকে নিয়ে আইসিসি-র একটি টুইট বেশ ভাইরাল হচ্ছে।
রোহিত শর্মা প্রতি বছর ৩০ শে এপ্রিল তার জন্মদিবস পালন করেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে সম্ভবত ভুল করেই আইসিসি আজ ২৯ শে এপ্রিল রোহিতকে তার জন্মদিনে অভিনন্দন জানিয়ে একটি টুইট করেছে। রোহিতকে শুভেচ্ছা জানিয়ে আইসিসি তার টুইটে লিখেছে, ‘ভারতীয় দলের অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা।’ এই টুইটের সাথে, আইসিসি বিশ্বকাপ ২০১২-এ পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের করা শতরানের একটি ভিডিও পোস্ট করেছে।
আইসিসি এই টুইটটি পোস্ট করার কিছুক্ষণ পরেই, ক্রিকেট ভক্তরাও টুইটারে নানান জল্পনা শুরু করে। এই টুইটের জন্য কিছু ক্রিকেট ভক্ত আইসিসিকে নিয়ে ঠাট্টা করেছেন। এমনকি একজন নেটিজেন আইসিসিকে ট্রোল করে প্রশ্ন করেন, ‘ভাই, আপনি কী নেশা করছেন। সেটা আমাকেও জানান’ এছাড়াও, ভক্তরা এই টুইটটি রিটুইট করে প্রতিনিয়ত আরও নানান মজার প্রতিক্রিয়া দিয়ে চলেছেন।
Daniel cloüñ crying on ICC for not wishing on Pak players birthday.
Meanwhile ICC wishing Indian captain one day before his birthday 😂
— CoLuMbO🤡🎈 (@columboclown) April 29, 2022
Konsa nasha kiya hei 😂??
Today is 29 April even in New Zealand.
And your headquarter is at Dubai.— N I K H I L ✨ (@ImNIKDYA) April 29, 2022
যখনই আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দলের কথা বলা হয়, তখনই প্রথমে আসে সর্বোচ্চ আইপিএল শিরোপা জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্সের নাম। এই ফ্র্যাঞ্চাইজিকে এই জায়গায় নিয়ে আসার জন্য রোহিত শর্মার অবদান বিশাল। ন্যায্য কারণেই মুম্বাই ইন্ডিয়ান্সকে বলা হয় আইপিএলের সবচেয়ে সফল দল। এই দলের সাফল্যের সবচেয়ে বড় কারণ বলা হয় খেলোয়াড়দের ওপর টিম ম্যানেজমেন্টের আস্থা। মুম্বাই প্রথমবার ২০১৩ সালে আইপিএল জেতে। এরপর ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল শিরোপা জিতেছে।