বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দীর্ঘদিন ধরে ক্রিকেট সমর্থকরা যে মুহূর্তগুলির অপেক্ষা করছিলেন সেই মুহূর্তগুলো তিনদিন আগেই চলে গিয়েছে। ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) ম্যাচে আবারও মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তানের (India vs Pakistan) আর গত ৭ বারের মতো এবারও আহমেদাবাদে (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আয়োজিত ম্যাচের ফলাফলও এক। মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) বা উঠতি তারকা শুভমান গিল (Shubman Gill) না চললেও রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দলের (Indian Cricket Team) কাছে হার মেনেছে বাবর আজমের (Babar Azam) পাকিস্তান (Pakistan Cricket Team)।
অনেকেই মনে করছেন যে আহমেদাবাদের পরিবেশ পাকিস্থানের এই পারফরম্যান্সের জন্য অনেকটাই দায়ী। এক লক্ষ ভারতীয় দর্শকের উপস্থিতি পাকিস্তানের ব্যাটারদের মনে বাড়তি চাপ তৈরি করেছিল। পাকিস্তান অধিনায়ক বাবর আজম আউট হয়ে যাওয়ার পর সেই চাপ আর কেউ উঠাতে পারেনি। গোটা ম্যাচে দর্শকরা ভারতের নামে জয়ধ্বনি দিয়ে গিয়েছেন এবং বিভিন্ন গান গেয়ে রোহিত শর্মাদের মনোবল বাড়িয়েছেন।
এই হারকে সহজ ভাবে নিলেও পাকিস্তানের টেকনিক্যাল ডিরেক্টর মিকি আর্থার কিছু বিষয়ে একেবারেই মেনে নিতে পারছেন না। ম্যাচের পর তিনি জানিয়েছেন, “কঠোর বাস্তবতা হচ্ছে, ভারত বনাম পাকিস্তানের এই ম্যাচটা কোনও আইসিসি (ICC) ইভেন্টের অংশই মনে হয়নি। মনে হল যেন দ্বিপাক্ষিক সিরিজ বা বিসিসিআইয়ের (BCCI) কোনও ইভেন্ট। এমনকি মাইকে ‘দিল দিল পাকিস্তান’ গানটাও তেমন একটা বাজতে শুনলাম না। এসবের কিন্তু ম্যাচে একটা ভূমিকা থাকে; তবে এটাকে আমি অজুহাত হিসেবে ব্যবহার করব না।”
তবে এই বিষয়টিকে একটি বোকা বোকা অজুহাত হিসাবেই দেখছে ওয়াসিম আক্রমের মতো প্রাক্তন পাক ক্রিকেটাররা। ১৯৯২ বিশ্বকাপের নায়ক সমালোচনা করতে ছাড়েননি আর্থারের। তবে বিশ্বকাপ আয়োজন নিয়ে কার্যত পক্ষপাতিত্বের অভিযোগ তোলার পরে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নেয়ামত সংস্থা আর্থারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয় কিনা সেটা জানতে আগ্রহী ছিলেন ক্রিকেটপ্রেমীরা। অবশেষে আইসিসির তরফে এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়।
আরও পড়ুন: ২০১৫ ও ২০১৯ সালে হয়েছিল! ২০২৩-এ হলে এই ভারতীয় কিংবদন্তিকে ছুঁয়ে ফেলবেন রোহিত শর্মা
এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, “আমাদের আয়োজন করা সব প্রতিযোগিতা নিয়েই কোনও না কোনও মহল থেকে সমালোচনা উঠে আসে। আমরা এই ব্যাপারগুলি নিয়ে নতুন করে আলোচনা করব এবং এই অভিযোগ যাতে না ওঠে সেই চেষ্টা করবো।”