কোহলির টি-২০ অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় ICC মন ছুঁয়ে যাওয়া প্রতিক্রিয়া, ভুলতে পারবেন না কেউ

বাংলা হান্ট ডেস্কঃ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সেমিফাইনালের আগেই ছিটকে গিয়েছে বিরাট কোহলির মেন ইন ব্লু। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের পর এত খারাপ পারফরম্যান্সের মুখোমুখি আর কখনোই হতে হয়নি ভারতকে। এই বিশ্বকাপের পরেই ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। ইতিমধ্যেই সোমবার অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি।

এবার অধিনায়ক বিরাটকে সম্মান জানালো ক্রিকেটের প্রধান কেন্দ্র আইসিসিও। বিরাটের সম্মানে আইসিসি নিজেদের টুইটার হ্যান্ডেলের কভার ফটো হিসেবে ব্যবহার করেছে ভারত অধিনায়কের ছবি। যা ভারতীয় সমর্থকদের জন্য দযথেষ্ট বড় ঘটনা। ক্রিকেটের অন্যতম কিংবদন্তি কেহলি, এমনকি ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবেও যথেষ্ট সফল হয়েছেন তিনি। একথা ঠিক যে তার হাতে কোন আইসিসি ট্রফি নেই কিন্তু যে ৫০ টি ম্যাচে ভারতের নেতৃত্ব দিয়েছেন তিনি, তার মধ্যে মাত্র ১৬ টিতেই হেরেছে ভারত। জয়লাভ করেছে ৩০ টি ম্যাচে।

নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে নিজের ক্যাপ্টেন্সি প্রসঙ্গে মুখ খুলেছিলেন ভারত অধিনায়কও। তিনি বলেন, “দল যেভাবে খেলেছে তাতে আমি খুব গর্বিত। এখন আমি মনে করি এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব অন্যদের দেওয়ার সময় এসেছে। স্পষ্টতই রোহিত এখানে আছেন এবং তিনি কিছু সময়ের জন্য বিষয়গুলি খতিয়ে দেখছেন।”

Screenshot 2021 11 09 15 54 54 31 0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb

একইসঙ্গে বিরাট এও বলেন, “এটা আমার জন্য সম্মানের (দলকে নেতৃত্ব দেওয়া), আমাকে সুযোগ দেওয়া হয়েছিল এবং আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এটা অন্যদের জন্য জায়গা তৈরি করা এবং এগিয়ে যাওয়ার বিষয়। এখন আমি খুব স্বস্তি অনুভব করছি। গত ৬ থেকে ৭ বছরে আমি যখনই মাঠে নেমেছি, কঠিন ক্রিকেট খেলেছি, যার প্রভাব শরীরে অনেক বেশি পড়ে।”

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর