বাংলা হান্ট ডেস্ক: খেলাধুলার দিক থেকে ফুটবল এবং টেনিসের জন্য বিখ্যাত ইতালি এখন ক্রিকেট জগতেও নিজেদের আধিপত্য বিস্তার করছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে ভারত এবং শ্রীলঙ্কায় সম্পন্ন হতে চলা ICC T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) জন্য যোগ্যতাও অর্জন করেছে। আর এই বিষয়টিই অবাক করে দিয়েছে সম্পূর্ণ ক্রিকেট বিশ্বকে।
২০২৬-এ T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup) খেলবে ইতালি:
মূলত, যেকোনও স্তরে এটিই হবে ইতালির প্রথম বিশ্বকাপ। ICC T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup) ইউরোপ কোয়ালিফায়ারের শেষ দিনটি ছিল খুবই উত্তেজক। কারণ, ৪ টি দলই যোগ্যতা অর্জনের দৌড়ে ছিল। শেষ পর্যন্ত, ইতালির সাথে নেদারল্যান্ডসও T20 বিশ্বকাপের টিকিট পেয়েছে। তবে, ইতালি তাদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে পরাজিত হলেও জার্সির চেয়ে ভালো নেট রান রেট থাকার কারণে তারা T20 বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, অন্য ম্যাচে, জার্সি দল স্কটল্যান্ডকে হারিয়ে সবাইকে চমকে দেয়। স্কটল্যান্ড শেষ ৪ টি T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup) খেলেছিল। এই জয়ের পর, জার্সিও ইতালির সমান ৫ পয়েন্ট পেয়েছিল। কিন্তু নেট রান রেটের কারণে জার্সি দল বাদ পড়ে যায়। স্কটল্যান্ড এবং জার্সির মধ্যে ম্যাচটিও বেশ টানটান উত্তেজনাপূর্ণ ছিল। জার্সি শেষ বলে ১ উইকেটে জিতে যায়। অপর ম্যাচে নেদারল্যান্ডস ইতালির বিরুদ্ধে সহজেই ১৩৫ রানের লক্ষ্য তাড়া করে।
আরও পড়ুন: প্রত্যেক ভারতীয় বোলারকে পিছনে ফেললেন “অপ্রতিরোধ্য” বুমরাহ! ভাঙলেন কপিল দেবের দুর্দান্ত রেকর্ডও
জানিয়ে রাখি যে, ২০২৬ সালের T20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার জন্য, ইতালিকে নেদারল্যান্ডসকে ১৫ ওভারেরও কম সময়ে রান তাড়া করতে দিতে হয়েছিল যাতে তাদের নেট রান রেট জার্সির চেয়ে বেশি হয়। নেদারল্যান্ডস ১৬.২ ওভারে এই লক্ষ্য অর্জন করে, যার ফলে ইতালি T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) টিকিট পায়।
আরও পড়ুন: চলতি বছরে হবে না ISL? ভারতের সবথেকে বড় ফুটবল লিগ স্থগিত হতেই উঠছে প্রশ্ন
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৬ সালের T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) মোট ২০ টি দল অংশগ্রহণ করবে। যার মধ্যে ১৫ টি দলের নাম নিশ্চিত করা হয়েছে। এদিকে, ইস্ট-এশিয়া প্যাসিফিক কোয়ালিফায়ার থেকে আরও ৩ টি দল যোগ্যতা অর্জন করবে এবং আফ্রিকা কোয়ালিফায়ার থেকে যোগ্যতা অর্জন করবে ২ টি দল।