বাংলা হান্ট ডেস্কঃ টেস্ট ক্রিকেটে বেশ কয়েকটি সিরিজে ভারতে হয়ে দুর্দান্ত ব্যাটিং করছেন রোহিত শর্মা। দুর্দান্ত পারফরম্যান্স করার ফল হাতেনাতে পেলেন রোহিত শর্মা। ওয়ানডে, টিটোয়েন্টির মত এবার টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় প্রথম দশ ঢুকে পড়লেন রোহিত শর্মা। সম্প্রীতি আইসিসির তরফ থেকে টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে 14 নম্বর থেকে ছয় ধাপ উপরে উঠে একেবারে আট নম্বরে চলে এলেন রোহিত শর্মা।
919 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। দ্বিতীয় স্থানে রয়েছেন তারকা অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ, স্মিথের সংগ্রহ 891 পয়েন্ট। 878 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে মার্নাস লাবুশনে। ইংল্যান্ড অধিনায়ক জো রুট রয়েছেন চতুর্থ স্থানে তার সংগ্রহ 853 পয়েন্ট। দুই ধাপ নিচে নেমে 836 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এছাড়াও প্রথম দশে জায়গা পেয়েছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান তিনি হলেন চেতেশ্বর পুজারা। 708 পয়েন্ট নিয়ে তালিকায় দশ নম্বরে রয়েছেন পূজারা।
https://twitter.com/ICC/status/1365936573628510210?s=20
https://twitter.com/ICC/status/1365936573628510210?s=20
908 পয়েন্ট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষস্থান দখল করে রেখেছেন অস্ট্রেলিয়ার তারকা পেস বোলার প্যাট কামিন্স। 823 পয়েন্ট সংগ্রহ করে রবীচন্দ্রন অশ্বিন রয়েছেন তিন নম্বরে এবং নয় নম্বরে রয়েছেন আরেক ভারতীয় বোলার জাসপ্রিত বুমরাহ, তার সংগ্রহ 746 পয়েন্ট।
https://twitter.com/ICC/status/1365936573628510210?s=20
অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। 394 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। তিন নম্বর আছেন ইংল্যান্ডের বেন স্টোকস এবং 346 পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থান অধিকার করেছেন রবীচন্দ্রন অশ্বিন।