বাংলা হান্ট নিউজ ডেস্ক: আসন্ন ক্রিকেট ক্যালেন্ডার বর্ষে আইপিএলের জন্য আড়াই মাস সময় বরাদ্দ করতে চায় বিসিসিআই। এবার সেই আবেদন জানিয়ে আইসিসির বার্তা দিয়েছেন সৌরভ গাঙ্গুলিরা। জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে সেই আবেদন গ্রহণও করে নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আগামী দুই বছরের জন্য আইসিসি যে প্রাথমিক খসড়া তৈরি করছে, তাতে আইপিএলের জন্য আড়াই মাস সময়ই বরাদ্দ করা হচ্ছে।
<span;>বিসিসিআইয়ের বর্তমান সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, ‘‘আইসিসির ফিউটার ট্যুর অ্যান্ড পোগ্রামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য আড়াই মাস সময় অফিসিয়ালি বরাদ্দ করা হয়েছে। প্রতিটি দেশের সেরা ক্রিকেটারদের যাতে আইপিএলে খেলতে অসুবিধার সম্মুখীন না হতে হয় সেটা দেখা হচ্ছে। অনেক আগে থেকেই আইসিসি এবং বাকি দেশগুলোর ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআই এই নিয়ে কথা বলেছে।’’
<span;>এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ অবধি আইপিএলের জন্য বরাদ্দ করেছে আইসিসি। তবে এই নিয়ে পাকা কথা হবে আইসিসির আসন্ন সভায়। এর বিরোধিতা করতে পারে পিসিবি কিন্তু তা যাতে বাঁধা হয়ে না দাঁড়ায় আইপিএলের ক্ষেত্রে সেই বিষয়টা সুনিশ্চিত করতে মরিয়া সৌরভ গাঙ্গুলিরা।
<span;>তবে নাম প্রকাশ না করার শর্তে আইসিসির এক সদস্য জানিয়েছেন, ‘‘পিসিবি সভাপতি রামিজ রাজার সমস্যা হলো যে ওকে পাকিস্তানের সংবাদমাধ্যমকে সন্তুষ্ট করতে কিছু গরম গরম কথা মিডিয়ার সামনে তুলে ধরতে হয়। আসলে আইসিসির বৈঠকগুলোয় যখন ও উপস্থিত থাকে তখন ও কখনই তীব্র প্রতিবাদ করেনি কিছু নিয়ে। ও জানে কি হবে। ও অত্যন্ত ভদ্রলোক ও বুদ্ধিমান।