বিশ্বকাপ জয়ের পরেই বড় ঘোষণা করল BCCI! ভারতের মহিলা ক্রিকেট দল পাবে কত কোটি টাকা?

Published on:

Published on:

ICC Women's Cricket World Cup 2025 BCCI Update.

বাংলা হান্ট ডেস্ক: মহিলা ক্রিকেট এবার এক নতুন বিশ্ব চ্যাম্পিয়ন (ICC Women’s Cricket World Cup 2025) পেয়েছে। গত ২ নভেম্বর সম্পন্ন হওয়া মহিলা ODI বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতের মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তাদের এই ঐতিহাসিক জয়ের পর, ভারতীয় ক্রিকেট বোর্ড তথা BCCI একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। মূলত, ভারতীয় মহিলা দল এবং কোচিং স্টাফদের জন্য উল্লেখযোগ্য পুরস্কারমূল্য প্রদানের সিদ্ধান্ত নিয়েছে BCCI। ইতিমধ্যেই BCCI সচিব দেবজিৎ সাইকিয়া এই ঘোষণা করেছেন।

বিশ্বকাপ (ICC Women’s Cricket World Cup 2025) জয়ের পরেই বড় ঘোষণা করল BCCI:

কী জানিয়েছে BCCI: মহিলা ODI বিশ্বকাপ (ICC Women’s Cricket World Cup 2025) জয়ের পর BCCI টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছে। ANI-এর সঙ্গে কথা বলতে গিয়ে BCCI সচিব দেবজিৎ সাইকিয়া জানান, “জয় শাহ BCCI-এর দায়িত্ব নেওয়ার পর থেকে, তিনি মহিলা ক্রিকেটে বেশ কিছু পরিবর্তন এনেছেন। বেতনের সমতার বিষয়টিও বিবেচনা করা হয়েছে।”

তিনি আরও জানান, “গত মাসে, ICC চেয়ারম্যান জয় শাহ মহিলাদের পুরস্কারের অর্থ ৩০০ শতাংশ বৃদ্ধি করেছেন। পূর্বে পুরস্কারের অর্থ ছিল ২.৮৮ মিলিয়ন ডলার। যেটি বাড়িয়ে ১৪ মিলিয়ন ডলার করা হয়েছে। এই সমস্ত পদক্ষেপ মহিলা ক্রিকেটকে বিরাট উৎসাহিত করেছে।” তিনি আরও বলেন যে, BCCI পুরো দলের জন্য (অর্থাৎ খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফ) ৫১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে।

আরও পড়ুন: ভারতের মেয়েরাই বিশ্বসেরা! প্রথমবার মহিলা ODI বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া

চ্যাম্পিয়ন হওয়ার পর টিম ইন্ডিয়া কত টাকা পেয়েছে: মহিলা বিশ্বকাপ জয়ী (ICC Women’s Cricket World Cup 2025) টিম ইন্ডিয়া ৪.৪৮ মিলিয়ন ডলার বা প্রায় ৪১.৭৭ কোটি টাকা পুরস্কার পেয়েছে। এদিকে, রানার্সআপ দল দক্ষিণ আফ্রিকা পেয়েছে ২.২৪ মিলিয়ন ডলার (প্রায় ২১.৮৮ কোটি টাকা)। এছাড়াও, প্রতিটি দলকে ইতিমধ্যেই ২৫০,০০০ ডলার (প্রায় ২ কোটি টাকা) পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছিল। অন্যদিকে লিগ পর্বে প্রতিটি জয়ের জন্য ৩৪,৩১৪ ডলার (প্রায় ২৮ লক্ষ টাকা) নিশ্চিত মিলবে।

আরও পড়ুন: Jio-র গ্রাহকদের খুলল কপাল! এল ৬০১ টাকার স্পেশাল প্ল্যান, ১ বছর ধরে মিলবে আনলিমিটেড 5G

অন্যান্য দলগুলি কত টাকা পেয়েছে:
অস্ট্রেলিয়া: ১১.৯৫ কোটি টাকা
ইংল্যান্ড: ১১.৯৫ কোটি টাকা
শ্রীলঙ্কা: ৭.৮ কোটি টাকা
নিউজিল্যান্ড: ৭.৮ কোটি টাকা
বাংলাদেশ: ৪.৫ কোটি টাকা
পাকিস্তান: ৪.৫ কোটি টাকা