বাংলা হান্ট ডেস্ক: ICC মহিলা বিশ্বকাপ ২০২৫ (ICC Women’s Cricket World Cup 2025)-এর ফাইনাল ম্যাচ আগামী ২ নভেম্বর নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল ক্রিকেট স্টেডিয়ামে সম্পন্ন হবে। এই ঐতিহাসিক ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হতে চলেছে। সবথেকে চমকপ্রদ বিষয় হল, উভয় দলই তাদের প্রথম মহিলা বিশ্বকাপ জয়ের লড়াইয়ে সামিল হয়েছে। ভারত ঘরের মাঠে ফাইনাল খেলবে। অন্যদিকে, এটি দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম ফাইনাল। তবে, ম্যাচটিতে বৃষ্টি “ভিলেন” হতে পারে। যা দল এবং অনুরাগী উভয়ের জন্যই চিন্তা বাড়াচ্ছে।
মহিলা বিশ্বকাপের ফাইনালে (ICC Women’s Cricket World Cup 2025) মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা:
ফাইনাল ম্যাচের সময় যদি বৃষ্টি হয়: নবি মুম্বাইতে সম্পন্ন হতে চলা ফাইনালে ম্যাচটিতে (ICC Women’s Cricket World Cup 2025) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচের দিন নবি মুম্বাইতে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬৩ শতাংশ। সেখানে খেলা আগের ২ টি ম্যাচেও বৃষ্টিপাতের কারণে ব্যাঘাত ঘটেছে। যার মধ্যে ১ টি ম্যাচ বাতিলও করা হয়েছিল। তবে, ICC এই বড় ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে রেখেছে। যার অর্থ হল, যদি ২ নভেম্বর ম্যাচটি সম্পন্ন না হয়, সেক্ষেত্রে ৩ নভেম্বর সেটি সম্পন্ন করা হবে।
Two nations. One dream 🇮🇳🇿🇦
Harmanpreet Kaur and Laura Wolvaardt stand on the precipice of #CWC25 history 🏆 pic.twitter.com/Kyq4WBSjqe
— ICC (@ICC) November 1, 2025
কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, যদি রিজার্ভ ডে-তেও ম্যাচ না খেলা হয় তাহলে কী হবে? ভারত কী ট্রফি পাবে, নাকি দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে? আসলে, এই ধরণের নকআউট ম্যাচের জন্য ICC-র (ICC Women’s Cricket World Cup 2025) নির্দিষ্ট নিয়ম রয়েছে।
Huge crowd gathered for Tickets in Navi Mumbai stadium for India 🇮🇳 Vs South Africa 🇿🇦 ODI World Cup final match which is on Tomorrow pic.twitter.com/Y4bJENQA9z
— Desi Dude (@Desidude175) November 1, 2025
আরও পড়ুন: সুখবর! হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স আইয়ার, কবে ফিরবেন ভারতে? জানাল BCCI
যদি সেমিফাইনাল ম্যাচ বাতিল হয়, সেক্ষেত্রে পয়েন্ট টেবিল ব্যবহার করা হবে এবং পয়েন্ট টেবিলে ওপরে থাকা দল ফাইনালে প্রবেশ করবে। কিন্তু ফাইনাল ম্যাচ বাতিল হলে পয়েন্ট টেবিল ব্যবহার করা হবে না।
বরং, এক্ষেত্রে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে টুর্নামেন্টের (ICC Women’s Cricket World Cup 2025) যৌথ বিজয়ী ঘোষণা করা হবে।
২৫ বছর পর মিলবে নতুন চ্যাম্পিয়ন: জানিয়ে রাখি যে, এই ফাইনাল ম্যাচটি মহিলা বিশ্বকাপের জন্য একটি ঐতিহাসিক ম্যাচ হবে। মূলত, ICC মহিলা বিশ্বকাপ (ICC Women’s Cricket World Cup 2025) দীর্ঘ ২৫ বছর পর নতুন চ্যাম্পিয়ন পাবে। ২০০০ সালে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াও চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এবার, ভারত অথবা দক্ষিণ আফ্রিকার স্বপ্ন পূরণ হতে চলেছে। আগামী ২ নভেম্বর ম্যাচটি শুরু হবে বিকেল ৩ টায়। যেটির দিকে নজর থাকবে ক্রিকেট অনুরাগীদের।













