মহিলা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে পারবে না ভারত? এই একটা কারণেই বাড়ছে চিন্তা

Published on:

Published on:

ICC Women's Cricket World Cup 2025 semi-final update.

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের মহিলা ODI বিশ্বকাপে (ICC Women’s Cricket World Cup 2025) ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি আগামী ৩০ অক্টোবর সম্পন্ন হবে। নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে সম্পন্ন হতে চলা এই ম্যাচের জন্য উভয় দলই মাঠে ঘাম ঝরাচ্ছে। এদিকে, এই ম্যাচটিকে ঘিরেই এবার খারাপ খবর সামনে আসছে। মূলত, বৃষ্টির কারণে ওই ম্যাচটি ব্যাহত হতে পারে। এমনকি, ম্যাচটি বাতিল হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।

মহিলা ODI বিশ্বকাপে (ICC Women’s Cricket World Cup 2025) ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল:

এর একটি প্রধান কারণ হল, কোঙ্কনের দক্ষিণে একটি নিম্নচাপের কারণে মুম্বাইতে মাঝেমধ্যেই বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে মুম্বাইতে আরও ভারি বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাব পড়তে পারে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের (ICC Women’s Cricket World Cup 2025) ম্যাচের ওপর। ৩০ অক্টোবর নবি মুম্বাইয়ে সেমিফাইনাল ম্যাচের বিকেলে বৃষ্টিপাতের সম্ভাবনা ৬৯ শতাংশ। পূর্বাভাস অনুযায়ী ওই দিন মোট ৩.৮ মিমি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ICC Women's Cricket World Cup 2025 semi-final update.

তবে, আশার কথা হল সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের (ICC Women’s Cricket World Cup 2025) জন্য একটি রিজার্ভ ডে রাখা হয়েছে। সেটি হল আগামী ৩১ অক্টোবর। যদিও, ৩১ অক্টোবরও নবি মুম্বাইতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে ওই ম্যাচটিও বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: শ্রেয়সের শারীরিক অবস্থা এখন কেমন? বড় আপডেট দিলেন সূর্যকুমার যাদব

এমতাবস্থায়, যদি বৃষ্টির কারণে ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচটি (ICC Women’s Cricket World Cup 2025) রিজার্ভ ডে-তেও না খেলা হয়, তাহলে অস্ট্রেলিয়া সরাসরি এর সুবিধা পাবে। কারণ অস্ট্রেলিয়ান দল এই টুর্নামেন্টে এখনও একটিও ম্যাচ হারেনি। অর্থাৎ, সোজা কথায় বলতে গেলে বৃষ্টির কারণে খেলা বাতিল হলে, পয়েন্ট টেবিলের ওপর ভিত্তি করে ফাইনাল দল নির্ধারণ করা হবে।

আরও পড়ুন: 7,000 mAh ব্যাটারি! রয়েছে অনবদ্য সব ফিচার্স, বাজেটের মধ্যেই দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Realme

এর অর্থ হল সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনকারী দল ফাইনালে উঠবে। পয়েন্ট টেবিলের (ICC Women’s Cricket World Cup 2025) দিকে তাকালে দেখা যাবে যে, অস্ট্রেলিয়া ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অপরদিকে, ভারত ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকলেও, অস্ট্রেলিয়া শীর্ষে থাকার কারণে ম্যাচ সম্পন্ন না হলে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। টিম ইন্ডিয়া কখনোই এটা চাইবে না। এমতাবস্থায়, এই গুরুত্বপূর্ণ ম্যাচটি যাতে বৃষ্টির কারণে বিঘ্নিত না হয় সেই প্রার্থনাই করছেন ক্রিকেট অনুরাগীরা।