রেকর্ড সুদ বৃদ্ধি FD’তে! পুজোর আবহে এই ব্যাংকটিতে টাকা রাখলেই মালামাল হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : পুজোর মুখে বড় সুখবর দিল আইসিআইসিআই ব্যাংক। সম্প্রতি আইসিআইসিআই ব্যাংক সুদের হার বৃদ্ধি করেছে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতে। অধিকাংশ মানুষ টাকা জমানোর মাধ্যমে হিসাবে বেছে নেন ব্যাংকের স্থায়ী আমানতকে। স্থায়ী আমানতে বিনিয়োগ করা একদিকে যেমন খুবই সহজ, অন্যদিকে নিরাপদ।

নিরাপদ উপায় অধিক সুদ উপার্জনের জন্য ভারতের বাজারে ফিক্সড ডিপোজিট স্কিমগুলি বেশ জনপ্রিয়।7 দিন থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিট (এফডি)- স্কিমে আইসিআইসিআই ব্যাংক বর্তমানে প্রদান করছে 4.75 শতাংশ থেকে 7.25 শতাংশ সুদ। এই ব্যাংক ফিক্সড ডিপোজিট এর উপর সর্বোচ্চ 7.25% সুদ প্রদান করছে। 

আরোও পড়ুন : এবছর তৃতীয়াতেই যেন হয়ে গেল গতবছরের ষষ্ঠী! রেকর্ড ভিড় মেট্রোয়, লোকসংখ্যা শুনলে আঁতকে উঠবেন

ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী নতুন সুদের হার কার্যকর হয়েছে 18 অক্টোবর 2023 থেকে। 2 কোটি থেকে 5 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের উপর 4.75 শতাংশ সুদ দেওয়া হচ্ছে  7 দিন থেকে 15 দিনের জন্য। 15 দিন থেকে 29 দিনের  ফিক্সড ডিপোজিটে (এফডি) পাওয়া যাচ্ছে 4.75 শতাংশ সুদ। 

আরোও পড়ুন : এক চার্জেই ছুটবে ৬০ কিমি! বাজারে এল মাত্র ৩১ হাজার টাকার চমকপ্রদ ইলেকট্রিক স্কুটার

5.50 শতাংশ সুদ প্রদান করা হবে 30 দিন থেকে 45 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে (এফডি)। 5.75 শতাংশ সুদ পাওয়া যাচ্ছে  46 দিন থেকে 60 দিনের ফিক্সড ডিপোজিটে। 61 দিন থেকে 3 মাসের ফিক্সড ডিপোজিটে আইসিআইসিআই ব্যাংক 6.00 শতাংশ সুদ দিচ্ছে। 91 দিন থেকে 120 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে পাওয়া যাচ্ছে 6.50 শতাংশ সুদ।

185 দিন থেকে 270 দিনের ফিক্সড ডিপোজিটে (এফডি)  6.65 শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। 271 দিন থেকে 1 বছরের ফিক্সড ডিপোজিটে (এফডি) এই ব্যাংক দিচ্ছে 6.75 শতাংশ সুদ। 7.25 শতাংশ সুদ প্রদান করা হচ্ছে 1 বছর থেকে 389 দিনের ফিক্সড ডিপোজিটে(এফডি)। 390 দিন থেকে 15 মাসের ফিক্সড ডিপোজিটে (এফডি) পাওয়া যাচ্ছে 7.25 শতাংশ সুদ।

 

icici bank

2 বছর 1 দিন থেকে 5 বছরের ফিক্সড ডিপোজিটে পাওয়া যাচ্ছে 7.00 শতাংশ সুদ। 5 বছর 1 দিন থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর 7.00 শতাংশ সুদ প্রদান করছে এই ব্যাংক। সব মিলিয়ে বলা যায় পুজোর আবহে কপাল খুলতে চলেছে আইসিআইসিআই ব্যাংকের গ্রাহকদের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর