স্বামী সহ CBI-র হাতে গ্রেফতার ICICI ব্যাঙ্কের প্রক্তন সিইও ছন্দা কোচর! অভিযোগ ৩ হাজার কোটির দুর্নীতি

বাংলা হান্ট ডেস্ক : বিরাট অংকের আর্থিক দুর্নীতি। অবৈধভাবে প্রায় ৩ হাজার কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও ছন্দা কোচর (Chanda Kochhor)। ছন্দার স্বামী দীপক কোচরকেও গ্রেফতার করেছে সিবিআই।

গত বছর দুর্নীতি করে ভিডিওকন (Videocon) কর্তা বেণুগোপাল ধূতকে ঋণ পাইয়ে দেওয়ায় অভিযোগ ওঠে দেশের ‘মোস্ট সেলিব্রেটেড ব্যাংকারে’র বিরুদ্ধে। অভিযোগ, নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে আর্থিক নিয়মকে পাত্তা না দিয়ে ব্যক্তিগত সুবিধার বিনিময়ে ভিডিওকন সংস্থাকে বিরাট অঙ্কের ঋণ পাইয়ে দেন ছন্দা। আইসিআইসিআই ব্যাংকের সিইও থাকাকালীন ভিডিওকনকে তিনি যে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ দেন, সেটা সম্পূর্ণ বেআইনি। ওই ঋণ পাইয়ে দেওয়ায় সুবিধা নিয়েছেন ছন্দা এবং তাঁর পরিবারের অন্য সদস্যরা।

   

সাফল্যের চূড়া থেকে দুর্নীতির পাঁকে ছন্দা কোচর। দেশের ‘মোস্ট সেলিব্রেটেড ব্যাংকার’ আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ছন্দা কোচারের কেরিয়ারে উত্থান অভূতপূর্ব। ব্যাংকার হিসাবে একটা সময় খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন ছন্দা। খুচরো ব্যাংকিং ব্যবস্থাকে নতুন রূপ দেওয়ায় তাঁর অসামান্য অবদান আজও অনস্বীকার্য।

ভিডিওকনের ওই ঋণ অনুমোদিত হওয়ার কিছুদিনের মধ্যেই চন্দার স্বামীর নিউ পাওয়ার রিনিউয়েবলে বিরাট বিনিয়োগ করেন ভিডিওকন কর্তা বেণুগোপাল ধূত। সম্প্রতিই নিউপাওয়ার রিনিউএবেল প্রাইভেট লিমিটেড (NRPL)-এর মালিক ছন্দার স্বামী দীপক কোচার (Deepak Kochar) এবং ভিডিওকন গোষ্ঠীর বেণুগোপাল ধুতের মধ্যে অবৈধ আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের হদিশ পেয়েছে সিবিআই (CBI)। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই আইসিআইসিআই ব্যাংকের পক্ষ থেকে ছন্দার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়। এবার সিবিআই গ্রেফতার করল ছন্দা এবং তাঁর স্বামীকে

Avatar
Sudipto

সম্পর্কিত খবর