ভারতে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় তেরো হাজার জন এবং ৪২০ জন মারা গেছেন। কিছু লোক বিশ্বাস করেন যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে করোনার ভাইরাসের প্রকোপ শেষ হবে।
কিন্তু আইসিএমআর এটি অস্বীকার করে জানায় এমন কিছুই এখন হবার নেই। করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে প্রায় বাইশ দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন সেই সময় যত এগোচ্ছে ততই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে বেশ কয়েকটি রাজ্য।এখন টা মে মাস গিয়েছে ঠেকেছে। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
আইসিএমআর প্রধান গঙ্গাভেদকর বলেছিলেন যে “পুরো গ্রীষ্ম মৌসুমে ভাইরাস এখনও দেখা যায় নি, তাই গ্রীষ্মের মরসুমে ভাইরাসের প্রভাব পড়বে। গ্রীষ্মের মরসুমে এই রোগটি শেষ হওয়ার কোনও প্রমাণ বর্তমানে পাওয়া যায়নি”।
এমনকি এও জানা গেছে রমন গ্রীষ্মের মৌসুমে হাঁচি দেওয়ার সময় যে ছোট ছোট ফোঁটা বের হয় তা দ্রুত শুকিয়ে যাবে এবং এর ফলে সংক্রমণের ঝুঁকি হ্রাস পাবে। কিন্তু এখন টাও হবে কিনা সন্দেহ।