জাহির খান জানালেন দাদা এবং ধোনি দুজনের অধিনায়কত্বের মিল কোথায়?

2011 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের বাঁহাতি পেসার জাহির খান জানালেন যে যখন কোন তরুণ ক্রিকেটার তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন আন্তর্জাতিক ক্রিকেটে, সেই সময় তার সাহায্যের প্রয়োজন হয়। বিশেষ করে তার সতীর্থ এবং অধিনায়ক এর কাছ থেকে। সেই সময় যদি সেই তরুণ ক্রিকেটার উপযুক্ত সাহায্য পায় তাহলে তার ক্যারিয়ার গুছিয়ে নিতে খুবই সুবিধা হয়। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে যখন কোনো তরুণ ক্রিকেটার পা রাখেন তখন তিনি খুবই নার্ভাস হয়ে পড়েন সেই কারণে সেই সময় তার পাশে দাঁড়ানো উচিত দলের অধিনায়কের।

ভারতীয় বাঁহাতি পেসার জহির খান তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় খেলেছেন সৌরভ গাঙ্গুলী এবং মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে। সেই কারণে তিনি এই দুই অধিনায়কের অধিনায়কত্ব সামনে থেকে দেখেছেন। জাহির খান জানিয়েছেন তরুণ ক্রিকেটারদের পাশে সব সময় দাঁড়িয়েছেন সৌরভ গাঙ্গুলি। যুবরাজ সিং, হরভজন সিং এমনকি বীরেন্দ্র শেওয়াগ যখন তাদের ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন সেই সময় তাদের খুবই সাহায্য করেছিলেন সৌরভ গাঙ্গুলী। তিনি পাশে দাঁড়িয়ে তাদের ক্যারিয়ার গড়তে সাহায্য করেছিলেন। তেমনি জাহির খান মনে করেন মহেন্দ্র সিং ধোনিও অধিনায়ক হিসেবে দাদার মত একই ভূমিকা পালন করেন, সর্বদা তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেন ধোনি।

220624947fba9720a0e319fd4cebb04b09f856b959bf8df9120ac37425b7eaf6e12ac4b44

জাহির খান বলেন, দাদা এবং ধোনি দুজনেই দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের অধিনাকত্ব করেছেন। আমি খুব সামনে থেকে ওদের অধিনায়কত্ব দেখেছি। দাদা এবং ধোনি দুজনেই তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে তাদের উদ্বুদ্ধ করেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর