এক ‘বিয়ে’ অস্বীকার করে আরেক সংসার পেতেছেন, চিনলেন টলিউডের সবথেকে ‘বোল্ড’ এই নায়িকাকে?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ছোটবেলার ছবি (Childhood Photo) মানেই একরাশ স্মৃতি। সময় এগোলেও যে স্মৃতিগুলো কখনো ফিকে হয়ে যায় না। অনেকেই নিজেদের ছোটবেলার ছবিগুলি শেয়ার করে নেন সোশ‍্যাল মিডিয়ায়। আরো একবার ঝালিয়ে নেন স্মৃতি। বিশেষ করে জনপ্রিয় তারকারা মাঝেমধ‍্যেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নিজেদের ছোটবেলার মুহূর্তগুলো।

সম্প্রতি এমনি একজন তারকার ছোটবেলার ছবি বেশ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এখন তিনি টলিউডের প্রথম সারির অভিনেত্রী হলেও ছবি দেখে তাঁকে চেনা দায়। এখনকার বোল্ড, সেক্সি নায়িকার সঙ্গে ছোট্ট মেয়েটির কোনো মিলই নেই। এই ছবিটি যার, তাঁর জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে বিতর্ক। ব‍্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থাকেন তিনি। একটি ‘বিয়ে’কে অস্বীকার করে নতুন ভাবে সংসার পেতেছেন এই অভিনেত্রী।


ইনি নুসরত জাহান (Nusrat Jahan)। একদিন অন্তর অন্তর কোনো না কোনো কারণে সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি। বেশির ভাগ সময়েই তাঁকে নিয়ে ট্রোল, বিতর্ক লেগেই থাকে। এমনকি পোশাক পছন্দের কারণেও সমালোচিত হন নুসরত। কিন্তু তাঁর ছোটবেলার ছবি অবাক করেছে নেটিজেনদের।

ছোট্ট নুসরত দিব‍্যি বাবার কাঁধে উঠে পানীয়তে চুমুক দিতে ব‍্যস্ত। পরনে হালকা বেগুনি আর সাদা রঙের জামা। মাথায় বাঁধা ছোট্ট ঝুঁটি। ছবিটি দেখে মনে হচ্ছে সম্ভবত কুতুব মিনারের সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছিলেন বাবা মেয়ে। ফাদার্স ডে উপলক্ষে ছবিটি শেয়ার করেছিলেন নুসরত। সঙ্গে লিখেছেন, ‘আমার প্রথম নায়ক, আমার বাবা। হ‍্যাপি ফাদার্স ডে।’

ছোট্ট নুসরতকে দেখে নেটিজেনরা রীতিমতো অবাক। অনেকে তো বলেই বসেছেন, দেখে কে বলবে এই মিষ্টি বাচ্চাটাই বড় হয়ে এত বিতর্কে জড়িয়ে ফেলবে নিজেকে! অনেকে আবার ফাদার্স ডে তে দুই ছেলের সঙ্গে যশের ছবি পোস্ট করারও আবদার জানিয়েছেন।

https://www.instagram.com/p/Ce-uStPP9u3/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, ব‍্যক্তিগত জীবনে বিতর্ক অনেকদিন ধরেই সঙ্গী নুসরতের। অতীতে একাধিক বার একাধিক পুরুষের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। ২০১৯ এ তুরস্কে গিয়ে ব‍্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নুসরত। যদিও পরে সেই বিয়ে তিনি অস্বীকার করে যশ দাশগুপ্তের সঙ্গে সংসার শুরু করেন। গত বছর নিজের একমাত্র সন্তান ঈশানের জন্ম দিয়েছেন নুসরত।

সম্পর্কিত খবর

X