বাংলা হান্ট ডেস্ক : বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত নাম ইধিকা পাল (Idhika Paul)। বাংলা সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতের হাতে খড়ি হয়েছিল ইধিকার (Idhika Paul)। তারপর ওপার বাংলা থেকেই আসে অভিনেত্রীর জীবনে বড় ব্রেক। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের (Shakib Khan) ‘প্রিয়তমা’ হয়েই ওপর বাংলার দর্শকদের চোখেও হিট ইধিকা (Idhika Paul)।
আবার শাকিব খানের নায়িকা ইধিকা (Idhika Paul)
এবার বাংলাদেশের দর্শকদের ভালোবাসাতেই আরও একবার শাকিব খানের বিপরীতে নতুন সিনেমায় ফিরছেন ইধিকা। তবে শুধু ওপার বাংলার সুপারস্টারই নয় ইতিমধ্যেই তিনি অভিনয় করে ফেলেছেন এপার বাংলার সুপারস্টার দেবের সাথেও। চলতি বছরের শেষেই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত সিনেমা খাদান।
আসন্ন এই বাংলা সিনেমায় দেবের নায়িকা ইধিকা। দর্শকদের কাছে ইধিকার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। পার্শ্ব চরিত্র হোক কিংবা প্রধান নায়িকার চরিত্র প্রত্যেকবারই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে দাগ কেটেছেন অভিনেত্রী। খুব অল্পদিনের কেরিয়রেও কাঙ্খিত সাফল্য এসেছে অভিনেত্রীর ঝুলিতে।
তাই এই অল্পদিনেই দুই দেশের দুই সুপারস্টারের নায়িকা হওয়ার সুযোগও পেয়েছেন অভিনেত্রী। মূলত প্রিয়তমা সিনেমায় অভিনয় করার পরেই ইধিকার জনপ্রিয়তা বেড়ে গিয়েছে দ্বিগুণ। এখন তিনি একাধিক অনুষ্ঠান থেকেও ডাক পাচ্ছেন। তাঁকে সব থেকে বড় ব্রেক যে বাংলাদেশ দিয়েছে একথা ইধিকা মানেন নিজেও।
কলকাতার অন্যান্য নামি দামি অভিনেত্রীদের টেক্কা দিয়ে যখন এমন চরিত্র হাতে আসে তখন ঠিক কেমন লাগে ইধিকার? এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে সম্প্রতি টিভি নাইন বাংলায় অভিনেত্রী বলেছেন, ‘দুই দেশের দুই সুপারস্টারের বিপরীতে অভিনয় করতে পারাকে তিনি ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। তাই এই সুযোগের জন্য তিনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।
আরও পড়ুন : আরজিকর কান্ডে বিতর্কিত মন্তব্যের পর, পুজো উদ্বোধনে সৌরভ বললেন, ‘এই শেষ…’
তবে দুই সুপারস্টারের সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে জানতে চাওয়া হলে ইধিকা জানিয়েছেন দুজনেই নিজেদের পেশাদারিত্বটা বজায় রাখলেও শাকিব খান অনেক কম কথা বলেন। তিনি অনেকটা বেশি সুপারস্টারের মোড়কে থাকেন। কিন্তু দেব সেটে আসলেই তাঁর সুপারস্টার তকমাটা ঝেড়ে ফেলেন।
দর্শকরা জানে ছোট পর্দার প্রধান নায়িকা হওয়ার পরেই ইধিকাকে দেখা গিয়েছিল পার্শ্বচরিত্রে। তবে তিনি বিশ্বাস করেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় না করেও মানুষের নজরে আসা যায়। তাই ভালো চরিত্র দিয়েই কাজ পাওয়া যায় বলে বিশ্বাস অভিনেত্রীর। ইধিকার কথায়, ‘আমি না কোনওদিন এসব নিয়ে ভাবিনি। আমায় যে চরিত্র দেওয়া হয়, আমি চেষ্টা করি সব সময় সেই চরিত্রের মান রাখার। দর্শকদের নজরে সেই চরিত্র হয়ে ওঠার। সেটা ১০ মিনিটের একটা চরিত্রও হতে পারে। তবে তার যেন একটা গুরুত্ব থাকে। ঠিক যেমন বব বিশ্বাস।’