হিন্দিতে তো ব্লকবাস্টার, বাংলায় ‘অ্যানিম্যাল’ তৈরি হলে কারা হতেন নায়ক নায়িকা? কাস্টিং রেডি

বাংলাহান্ট ডেস্ক : গত বছরের সবথেকে বড় ব্লকবাস্টার ছবি ছিল ‘অ্যানিম্যাল’ (Animal)। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় রণবীর কাপুর অভিনীত ছবিটিকে ঘিরে বিতর্ক যেমন দানা বেঁধেছিল, তেমনি বক্স অফিসেও কিন্তু মোটা টাকা এনেছিল ছবিটি। প্রেক্ষাগৃহে উপচে পড়েছিল দর্শকদের ভিড়। ‘চকোলেট বয়’ রণবীর ‘অ্যাংরি ইয়াং ম্যান’ হয়ে বিপুল লাভ এনে দিয়েছিল বলিউডকে। এবার টলিউডে তৈরি হতে চলেছে অ্যানিম্যাল (Animal)?

বাংলাতেও যদি তৈরি হয় অ্যানিম্যাল (Animal)?

বলিউডি ছবির বাংলা রিমেক নতুন নয়। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকেও বেশ কিছু ছবি নতুন করে তৈরি হয়েছে বাংলায়। আবার উলটোটাও হয়েছে। এবার কি তালিকায় জুড়তে চলেছে বলিউডি ব্লকবাস্টার অ্যানিম্যাল (Animal)? কিন্তু বাংলায় কারা থাকবেন অভিনেতা অভিনেত্রীদের তালিকায়?

If animal was made in tollywood who would have been on the cast

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট: না, টলিউডে সত্যি সত্যি তৈরি হচ্ছে না অ্যানিম্যাল (Animal)। অন্তত এমন কোনো খবর মেলেনি এখনো পর্যন্ত। আসলে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি পোস্ট। সেখানে লেখা হয়েছে, ‘অ্যানিম্যাল যদি বাংলায় হত তাহলে তার নাম হত “জানোয়ার”। পরিচালনা করত বাংলা মাস সিনেমার লেজেন্ড পরিচালক অঞ্জন চৌধুরী। কিন্তু সেই সিনেমায় অভিনয় করত কারা?’

আরো পড়ুন : ভিক্ষা দিলেই জেল কনফার্ম! ভারতের এই শহরে বড় নিয়ম জারি করল সরকার

কারা হতেন নায়ক নায়িকা: সেই তালিকাও দিয়ে দেওয়া হয়েছে পোস্টে। মুখ্য চরিত্র রণবিজয়ের ভূমিকায় বাংলায় দেখা যেত অ্যাকশন হিরো চিরঞ্জিত চক্রবর্তীকে। বলবীরের ভূমিকায় কালী বন্দ্যোপাধ্যায়কে রাখা হয়েছে পোস্টে। গীতাঞ্জলির চরিত্রে অভিনয় করেছিলেন রশ্মিকা মন্দানা। বাংলায় এই চরিত্রে ভাবা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। পোস্টের হিসেবে, ভাবি ২ ওরফে জোয়ার ভূমিকায় বাংলায় ভাবা হয়েছে মুনমুন সেনকে। আর ভিলেন আবরারের ভূমিকায় হিন্দিতে ঝড় তুলেছিলেন ববি দেওল। বাংলায় এই চরিত্রে ভাবা হয়েছে জনপ্রিয় খলনায়ক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে।

আরো পড়ুন : শাশুড়ির হাত ধরতে এগিয়ে গেলেন আলিয়া, তারপরেই যা ঘটল… বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা!

বাংলায় অ্যানিম্যাল (Animal) হোক না হোক, নেটিজেনরা বেশ মজা পেয়েছেন এই পোস্টে। একজন লিখেছেন, ‘অঞ্জন চৌধুরীর সিনেমাতে, রঞ্জিত মল্লিক থাকবেন না, এটা তো হতেই পারে না।’ আরেকজন লিখেছেন, তৃপ্তির চরিত্রটা দারুণ হয়েছে। আবার কেউ লিখেছেন, কালী বন্দ্যোপাধ্যায়ের জায়গায় শুভেন্দু চট্টোপাধ্যায়, ঋতুপর্ণার জায়গায় দেবশ্রী রায়কে ভেবেছেন। আবার একজনের মতে, ‘যাদেরকে দেখে প্রথমবার মত সিনেমা দেখার স্বপ্ন মনে জেগে ছিল তাদেরকে অহংকার করা উচিত না। পুরনো জিনিস কোনদিনও পুরনো হয় না বরং পুরোনো জিনিসের দাম প্রচন্ড বেশি হয়।’

If animal was made in tollywood who would have been on the cast

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর