তৃণমূলকে চোর বললে এলাকা ছাড়া হতে হবে! হুমকি সৌগত রায়ের

বাংলাহান্ট ডেস্ক : আবারও সমালোচকদের হুমকি দিলেন সৌগত রায় (Sougata Roy) এর আগে পিঠের চামড়া গুটিয়ে পায়ের জুতো করে পরার হুমকি শোনা যায় তাঁর গলায়। দমদমের তৃণমূল সাংসদ (TMC MP) সৌগত রায় হুমকি দেওয়ার ক্ষেত্রে যেন নিত্যনতুন রেকর্ড গড়ছেন। এবার চোর বদনাম দিলে এলাকাছাড়া করার কথা শোনা গেল তাঁর গলায়।

শনিবার সৌগতবাবু উত্তর ২৪ পরগনার একটি দলীয় কর্মসূচিতে বলেন, ‘সিপিএম, বিজেপি যদি আমাদের চোর বলে উত্যক্ত করে, তাহলে কিন্তু তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না, আমরা রুখে দাঁড়ালে ওদের এলাকাছাড়া হতে হবে।’

এই বিষয়ে সিপিএম-এর কৌস্তভ চট্টোপাধ্যায় বলেন, ‘আমি আশুতোষ কলেজের ছাত্র ছিলাম। ওই কলেজে এক সময় পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন সৌগতবাবু। কিন্তু এখন তিনি অপদার্থবিদ্যার জ্যাঠামশাই হয়ে উঠেছেন।’ সিপিএম-বিজেপি চোর ধরো-জেল ভরো স্লোগান দিচ্ছে পাড়ায় পাড়ায়। এও বলছে,’ওয়ান টু থ্রি ফোর-তৃণমূলের সবাই চোর।’ অনেকের অবশ্য মনে করছেন, সৌগতবাবু বোঝাতে চেয়েছেন, যারা দুর্নীতিগ্রস্থ তাদের বিরুদ্ধে কিছু বললে যায় আসে না। কিন্তু সবাইকে চোর বললে গায়ে তো লাগবেই।

shutterstock 279089393 668x435 1

এদিকে, সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও রুটিন করে বলছেন, তৃণমূলের সবাই চোর একথা বলা ঠিক নয়। তৃণমূলে অনেক সৎ মানুষও রয়েছেন। তাঁদের উচিত গলা তোলা। সেইসঙ্গে কটাক্ষ করে তিনি এও বলছেন, তৃণমূলের সবাই চোর একথা যেমন ঠিক নয় তেমন এও ঠিক যে বাংলার সব চোর-জোচ্চর তৃণমূলের ছাতার তলায় রয়েছে।

বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘সৌগতবাবুর কথাতেই স্পষ্ট, যত দুর্নীতি বেআব্রু হচ্ছে তত তৃণমূল সন্ত্রাসের দাঁত-নখ বের করছে। কিন্তু এ ভাবে দলটাই টিকিয়ে রাখতে পারবেন না।’

Sudipto

সম্পর্কিত খবর