বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি। নিজে থেকেই তিনি জানিয়েছেন, টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বই আপাতত ছেড়ে দিচ্ছেন তিনি। যদিও একদিনের ম্যাচ এবং টেস্টের ক্যাপ্টেন্সি এখনও থাকছে তার কাছেই। কিন্তু ইতিমধ্যেই এমন সম্ভাবনা তৈরি হচ্ছে যার জেরে হয়তোবা একদিনের ম্যাচেও কোহলির অধিনায়কত্বে মেয়াদ দ্রুত ফুরিয়ে আসতে পারে।
বিশ্লেষকদের অনেকের মতেই, যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেভাবে সফল হতে না পারেন বিরাট কোহলি এবং তার নেতৃত্বাধীন ভারতীয় দল। তাহলেই কোহলির উপর চাপ বাড়বে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটারের অধিনায়কত্ব জীবনে নেই কোন আইসিসি ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্বকাপ তো বটেই এমনকি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তার নেতৃত্বে পরাজয়ের মুখই দেখতে হয়েছে ভারতকে।
তাছাড়া শেষ দু বছরে ব্যাট হাতেও সেঞ্চুরী পাননি কোহলি, কিছু গুরুত্বপূর্ণ অর্ধশতরান এসেছে ঠিকই বহু ম্যাচেই লাগাতার ব্যর্থ রান মেশিন। সেই কারণেই নতুন অধিনায়ক হিসেবে এবার সবচেয়ে বড় দাবিদার হয়ে উঠেছেন রোহিত শর্মা। রোহিতই যে আগামী দিনে ভারত অধিনায়ক হতে চলেছেন এবার এমনটাই গণনা করলেন এক জ্যোতিষীও। জানা গিয়েছে জ্যোতিষ পণ্ডিত জগন্নাথ গুরুজি এর আগেও ভারতীয় দল সংক্রান্ত একাধিক ভবিষ্যদ্বাণী করেছেন হুবহু ফলে গিয়েছে।
তিনি নাকি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে কন্যা সন্তান হতে চলেছে বিরাট এবং অনুষ্কার, যা ফলে গিয়েছে। এছাড়াও শ্রীলঙ্কায় ভারত যে টি-টোয়েন্টি সিরিজ হারবে এও নাকি আগে থেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। ২০২০ সালে মুম্বাইয়ের আইপিএল জয় নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন জগন্নাথ গুরুজি যা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। এবার তিনি ভবিষ্যদ্বাণী করেছেন আগামী দিনে ভারত অধিনায়ক হতে চলেছেন রোহিত শর্মা সেই ভবিষ্যৎবাণীও মিলে যাবে বলেই অনুমান তার অনুগামীদের।