বাংলা হান্ট ডেস্ক : গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এরাজ্যে নিজেদের শাসনের পুনঃপ্রতিষ্ঠা করে তৃণমূল (Trinamool Congress)। ভোটে জিতে বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন সাকার হয়নি বিজেপির (BJP)। যদিও সময়ের সাথে গেরুয়া শিবির এরাজ্যের প্রধান বিরোধী শক্তি হয়ে ওঠে। তবে তৃণমূলের জয়ের পর ভোটের আগের মতই দলবদলের রব দেখা যায়।
আমজনতার কথায় সুবিধাবাদীরা নিজের আখের গোছাতে আবার নিজ নিজ ছত্র ছায়ায় ফিরে যান। এই দলে সামিল ছিলেন ব্যারাকপুরের অর্জুন সিংহও (Arjun Singh)। ভোটের কিছু সময় পরেই অভিষেক বন্দোপাধ্যায়ের অফিসে গিয়ে BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন অর্জুন সিংহ। পদ্মফুল ছেড়ে ফিরে গেছিলেন ঘাসফুল শিবিরে।
কিন্তু এরপর ঘটে গিয়েছে নানান কর্মকাণ্ড। একদিকে শুরু হয়েছে সন্দেশখালির লড়াই। অন্যদিকে বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। এসবের মাঝেই ১০ মার্চ আয়োজিত তৃণমূলের জনগর্জন সভায় প্রকাশ করা হয় প্রার্থী তালিকা। সভামঞ্চে তাদের একত্রে দেখা যায়। কিন্তু ছন্দ কাটে তখন, যখন সেই তালিকায় নাম বাদ পড়ে অর্জুন সিংহের (Arjun Singh)।
আরও পড়ুন : ‘সব সত্যি বাইরে আসবে…’, শাহজাহানকে নিয়ে বিষ্ফোরক কন্যা সাবিনা
২০২১ এ বিজেপি হেরে যাওয়ার পর তৃণমূলে ফিরেছিলেন অর্জুন সিংহ। কিন্তু এবার লোকসভা ভোটে টিকিট না পেয়ে রীতিমত বিধ্বস্ত তিনি। তার উপর যে তৃণমূলের আস্থা নেই সেকথা বেশ স্পষ্ট। কারণ ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম রয়েছে পার্থ ভৌমিকের। যা দেখে কার্যত ক্ষোভে ফেঁটে পড়েছেন অর্জুন সিং।
আরও পড়ুন : সরকারি কর্মচারীকে হেনস্থার অভিযোগ, অশ্লীল ভাষায় গালাগালি! ফের বিতর্কে রূপঙ্কর, ফাঁস ভিডিও
এইদিন সাংবাদিকদের সামনে অর্জুন বলেন, ‘ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে বলেছিল। আগে জানলে তৃণমূলে ফিরতাম না।’ একইসাথে বিক্ষোভে নামতে দেখা গিয়েছে অর্জুন সিংহের অনুগামীদেরও। তারপরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘অর্জুন সিংকে ভয় দেখিয়ে তৃণমূল দলে নিয়েছিল৷ তার সঙ্গে আমাদের অনেকের যোগাযোগ ছিল৷ এমন কি, আমারও যোগাযোগ ছিল৷ আমি তাকে বলেছিলাম, ভুল সিদ্ধান্ত নিয়েছেন৷ উনি গত দেড় বছরে ব্যারাকপুরে বিজেপির কোনও কর্মীকে বিরক্ত করেননি৷’ তবে কি তিনি ফের একবার বিজেপিতে ফিরতে চলেছেন? শুরু হয়েছে জল্পনা।