বাংলা হান্ট ডেস্ক : বিগত দুই মাস ধরে গোটা রাজ্যের নজর দ্বীপাঞ্চল সন্দেশখালিতে (Sandeshkhali)। দীর্ঘ ৫৫ দিন ধরে চলে সার্চ অপারেশন। এবং অবশেষে ৫৫ দিন পর পুলিশের হাতে গ্রেফতার হন শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। আর এখন তিনি রয়েছেন সিবিআই (Central Bureau Of Investigation) হেফাজতে। পুরোদমে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। আর এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন শেখ শাহজাহানের মেয়ে (Shahjahan Sheikh Daughter)।
বিগত দু’মাস ধরে জ্বলছে সন্দেশখালি। স্থানীয় নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে সরব হয়েছেন গ্রামবাসীরা। তার একাধিক কুকর্মের উপর থেকে পর্দা ফাঁস করেছেন নির্যাতিত হিন্দু মহিলারা। আদিবাসী মহিলাদের উপর হওয়া অত্যাচারের কাহিনী শুনে শিহরিত গোটা দেশ। এমন পরিস্থিতিতে নিজের বাবাকে নিয়ে কী বলছেন কন্যা সাবিনা (Sabina)?
গ্রেফতারির পর থেকেই তাকে নিয়ে চলছে হাজারও জল্পনা কল্পনা। এইদিন তাকে যখন বসিরহাট আদালতে (Basirhat Court) তোলা হয় তখনও গোটা বাংলার চোখ ছিল তার দিকেই। সিবিআই-র ঘেরাটোপে তাকে নিয়ে আসা হয় সেখানে। সন্দেশখালির ত্রাস শাহজাহানের জামিনের আবেদন করে তার আইনজীবী। যদিও আদালত তা খারিজ করে দেয়। উলটে আরও চারদিন সিবিআই হেফাজতে থাকার নির্দেশ দেয়।
আরও পড়ুন : SIP-তে বিনিয়োগের এই ৫টি নিয়ম জানুন, নাহলে ডুবতে পারে আপনার কষ্টার্জিত টাকা
এইদিন যখন শাহাজানকে বসিরহাট আদালতে তোলা হয় তখন সেখানে উপস্থিত ছিলেন তার মেয়ে সাবিনা। এরপরই তিনি সংবাদমাধ্যমের সামনে বাবা শাহজাহানকে নিয়ে বয়ানও দেন। একপ্রকার ক্ষোভ উগরে দিয়েই বলেন, তার বাবা সম্পূর্ণ নির্দোষ। তাকে ফাঁসানো হয়েছে।
আরও পড়ুন : ব্রিগেডের দিনেই মমতার সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জন কবীর সুমনের! বিস্ফোরক মন্তব্য গায়কের
সাবিনার কথায়, “আমার বাবাকে ফাঁসানো হয়েছে। বলছি তো আমার বাবাকে ফাঁসানো হয়েছে। আমার বাবা নির্দোষ। সময় আসলে সব প্রমাণ হবে।” যদিও এই মন্তব্যের পর আর কোনওকিছু বলতে চাননি তিনি। এমনকি কে তার বাবাকে ফাঁসিয়েছে সেই নামও তিনি জানাননি। একদিকে মেয়ে তার বাবার মুক্তির অপেক্ষায় অন্যদিকে সন্দেশখালির অত্যাচারিত মানুষরা অপেক্ষা করছেন, কবে শেখ শাহজাহান তার কৃতকর্মের সাজা পাবে।