SIP-তে বিনিয়োগের এই ৫টি নিয়ম জানুন, নাহলে ডুবতে পারে আপনার কষ্টার্জিত টাকা

বাংলা হান্ট ডেস্ক : রোজগার করা যেমন জরুরী তেমনই জরুরী হল ইনভেস্টমেন্ট। এই যেমন হালফিলের সময়ে দেশে SIP-র (SIP Investment) রমরমা বেড়েছে। দিনদিন বেড়েই চলেছে SIP-তে (Systematic Investment Plan) বিনিয়োগকারীর সংখ্যা। গত জানুয়ারিতে SIP তে বিনিয়োগের পরিমাণ ছিল ১৮,৮৩৮.৩৩ কোটি টাকা। সেখানে ফেব্রুয়ারিতেও এই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৯,১৮৬.৫৮ কোটি টাকা।

আজকের দিনে দাঁড়িয়ে SIP কে তুলনামূলক অনেকটাই সুরক্ষিত বলে মনে করে বিনিয়োগকারীরা। তবে বিনিয়োগ করার পূর্বে এই SIP সম্পর্কে বেশকিছু তথ্য ভালো করে জেনে নেওয়া দরকার। বিনিয়োগের পূর্বে সমস্তকিছু ভালোভাবে রিসার্চ করা জরুরী। সঠিক তথ্য না জেনে কোনোভাবেই বিনিয়োগ করা উচিত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, কেবল ভালো রিটার্ন দেখে SIP-তে বিনিয়োগ করা উচিত না। কারণ একাধিক সময় দেখা গেছে যে, এতদিন যে SIP ভালো রিটার্ন দিত আজ সেই SIP নেগেটিভলি রান করছে। তাই SIP তে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই এই কয়েকটি বিষয় ভালোভাবে জেনে নিন।

আরও পড়ুন : ব্রিগেডের দিনেই মমতার সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জন কবীর সুমনের! বিস্ফোরক মন্তব্য গায়কের

কখনও কখনও SIP বন্ধ করা উচিত নয় : কখনও বন্ধ আবার কখনও চালু, এই পদ্ধতিতে SIP তে বিনিয়োগ করবেননা। বহু ক্ষেত্রেই দেখা যায় যে, বিনিয়োগকারীরা কিছুদিন বিনিয়োগ করার পর বিনিয়োগ বন্ধ করে দিলেন। তারপর বেশকিছু সময় পর ফের বিনিয়োগ শুরু করলেন। বিশেষজ্ঞদের মতে, এভাবে বিনিয়োগকারীদের লোকসানের মুখে পড়তে হতে পারে।

আরও পড়ুন : দেশের ব্যাঙ্কে পড়ে রয়েছে প্রায় ৪৩ হাজার কোটি টাকা, নেই কোনও দাবিদার! কীভাবে পাবেন?

বিভিন্ন ফান্ডে টাকা বিনিয়োগ করা উচিত : অনেকেই বিনিয়োগ করার সময় কেবল একটা ফান্ডেই বিনিয়োগ করে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে, এভাবে বিনিয়ঝগ না করে বেশ কয়েকটি সেক্টরের বিভিন্ন ফান্ডে বিনিয়োগ করা ভালো। এতে করে নির্দিষ্ট কোনও সেক্টরে ধাক্কা খেলেও বাকিগুলি সামলে নেবে।

importance of profit booking in the share market

বিনিয়োগের পরিমাণ বুঝে করতে হবে : ভালো রিটার্ন দেখেই যত খুশি ইনভেস্ট করা উচিত নয়। মূলত নিজের পকেটের ওজন বুঝে ইনভেস্ট করা উচিত। কারণ অল্প টাকা বিনিয়োগ করলে তাতে ভালো রিটার্ন পাওয়া যায়না। আবার ইনভেস্টমেন্ট বেশি করলে তাতে ধাক্কা খেলে যেন তা সামলানোর মত ক্ষমতা থাকে। আপনি যদি প্রথমবার SIP তে ইনভেস্ট করছেন তাহলে গ্রো, জেরোধা ইত্যাদির মত ব্রোকারেজ অ্যাপের সাহায্য নিতে পারেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর