ইমরান খান সরলে কে হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী? নাম ঘোষণা করলেন বিলাওয়াল ভুট্টো

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানের ইমরান খান সরকারের ওপর সংকটের সিঁদুরে মেঘ ঘোরাফেরা করছে। বিরোধীরা ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য কোমর বেঁধে নেমেছেন। এখন প্রশ্ন উঠেছে ইমরান খানের সরকার পতন হলে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? এই অবস্থায় পাকিস্তান পিপলস পার্টির (PPP) প্রেসিডেন্ট বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন।

বিরোধীদলীয় নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি বুধবার বলেছেন যে ইমরান খান জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন এবং বিরোধী নেতা শাহবাজ শরীফ শীঘ্রই দেশের প্রধানমন্ত্রী হবেন।আগামী কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হতে চলা আস্থা ভোটের আগে এক সংবাদ সম্মেলনে বিলাওয়াল ভুট্টো মুত্তাহিদা কামি মুভমেন্ট-পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন।

shahbaz sharif
শাহবাজ শরীফ

ইমরান খানের মিত্র মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান তাকে ছেড়ে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে এবং ইমরান খানের বিরুদ্ধে ভোট দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিলাওয়াল বলেন, “বৃহস্পতিবার ভোট হওয়া উচিত। ইমরান এখন সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। তিনি আর দেশের প্রধানমন্ত্রী নন। আগামীকাল সংসদ অধিবেশন আয়োজিত হবে। আশা করি আগামীকালই ভোট দিয়ে বিষয়টি সমাধান হয়ে যাবে। তবেই আমরা স্বচ্ছ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রায় অগ্রসর হতে পারবো এবং আমরা অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার কাজ শুরু করতে পারি।”

ভুট্টো আরও বলেছেন যে “পিপিপি এবং এমকিউএম-পি-এর কাজের সাথে অনাস্থা প্রস্তাবের কোনও সম্পর্ক নেই। করাচি এবং পাকিস্তানের উন্নয়নের জন্য উভয় পক্ষকেই একসাথে কাজ করতে হবে। তার (ইমরান খান) কোনো বিকল্প নেই। তিনি হয় পদত্যাগ করতে পারেন অথবা অনাস্থার মাধ্যমে বরখাস্ত হতে পারেন।”

বিলাওয়াল ভুট্টো বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ শীঘ্রই দেশের প্রধানমন্ত্রী হবেন। মিয়াঁ মুহাম্মদ শাহবাজ শরীফ পাকিস্তানের পুরনো নেতা। তিনি বর্তমানে ২০শে আগস্ট ২০১৮ সাল থেকে পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধী দলের নেতা। এ ছাড়া তিনি পাকিস্তান মুসলিম লীগ-এনের বর্তমান সভাপতি। এর আগে, তিনি তার রাজনৈতিক কর্মজীবনে তিনবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন, যা তাকে পাঞ্জাবের সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী করে তুলেছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর