বাংলা হান্ট ডেস্কঃ ঠিক দু’বছর আগে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস রচনা করেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। বিরাটের আগে কোন ভারতীয় অধিনায়ক অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারেনি। প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে ইতিহাস রচনা করেছিলেন বিরাট কোহলি এন্ড কোম্পানি। তবে সেই সিরিজে অস্ট্রেলিয়া দলের প্রধান দুই ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ দলে ছিলেন না।
তবে এবার অস্ট্রেলিয়া দলে রয়েছেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ। সেইসঙ্গে অস্ট্রেলিয়া আরও এক নতুন প্রতিভা যুক্ত হয়েছেন মার্নাস ল্যাবুসনে। অপরদিকে ভারতীয় দলও বেশ শক্তিশালী। আর তাই এবার টেস্ট সিরিজের লড়াই হবে সেয়ানে সেয়ানে। তবে কিছুটা অ্যাডভান্টেজ পাবে অস্ট্রেলিয়া দল কারণ প্রথম টেস্ট ম্যাচ খেলেই দেশেই ফিরে আসবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পিতৃত্বকালীন ছুটি নিয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলেই দেশে ফিরে আসবেন অধিনায়ক কোহলি আর তাই সিরিজের বাকি তিনটি ম্যাচে বিরাট কোহলিকে পাবে না টিম ইন্ডিয়া।
বিরাট কোহলি কে ছাড়াই যদি ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে তাহলে সেটা হবে অবিশ্বাস্য, এক বিরাট সাফল্য অর্জন করবে ভারতীয় দল এমনটাই মনে করেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। ক্লার্ক বললেন, “বিরাট কোহলিকে ছাড়া যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় ভারতীয় দল তাহলে গোটা ভারত জুড়ে সারাবছর উৎসব চলবে। ক্লার্কের মতে বিরাটের দুটি দিক রয়েছে; এক অধিনায়ক, বিরাট কোহলি অধিনায়ক হিসেবে সামনে থেকে যেভাবে দলকে নেতৃত্ব দেয় তা এককথায় অনবদ্য। অপরদিকে ব্যাটসম্যান কোহলি এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। আর তাই কোহলি না থাকায় কোহলির অভাব বোধ করবে ভারতীয় দল।”