ইতিমধ্যেই শুরু বিতর্ক! মুস্তাফিজুর না খেললে কোন খেলোয়াড়দের দিকে নজর দেবে KKR?

Published on:

Published on:

If Mustafizur does not play, Kolkata Knight Riders will look at these player.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর চলা অত্যাচারের জেরে প্রতিবাদ ধ্বনিত হয়েছে ভারতেও। এমতাবস্থায়, বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে মিনি নিলামে KKR (Kolkata Knight Riders) কেনায় নাইট শিবিরও সমালোচনার সম্মুখীন হচ্ছে।

সমালোচনার সম্মুখীন হচ্ছে KKR (Kolkata Knight Riders):

এমনকি, সোশ্যাল মিডিয়ায় KKR-কে বয়কটের দাবিও তোলা হচ্ছে। এমতাবস্থায়, ৯.২ কোটি টাকা দিয়ে কেনা মুস্তাফিজুর রহমান IPL ২০২৬-এ খেলতে না পারলে KKR কোন কোন বিকল্পের দিকে হাঁটতে পারে তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

If Mustafizur does not play, Kolkata Knight Riders will look at these players.

১. ঝাই রিচার্ডসন: এই অস্ট্রেলিয়ন বোলার সম্প্রতি চোট সারিয়ে ফিরেছেন। প্রায় একই রকম স্টাইলের কারণে এই বাঁহাতি পেসার মুস্তাফিজুরের একজন ভালো বিকল্প হতে পারেন। রিচার্ডসন সম্প্রতি বক্সিং ডে-তে উইকেট নিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে IPL-এও খেলেছেন তিনি। যদিও, তিনি মাত্র ১ টি ম্যাচ খেলেছিলেন এবং কোনও উইকেট হাসিল করতে পারেননি। তবে, মুস্তাফিজুর রহমান না খেললে KKR-এর জন্য রিচার্ডসন একটি ভালো বিকল্প হতে পারেন।

আরও পড়ুন: শেয়ার বাজারে বুলেট ট্রেনের গতি এই ৩ টি স্টকে! হু হু করে বাড়ছে দাম

২. আলজারি জোসেফ: ওয়েস্ট ইন্ডিজের এই পেসারও মুস্তাফিজুরের পরিবর্তে অন্যতম গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচিত হতে পারেন। আলজারি ৩ টি ফরম্যাটেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করছেন। সম্প্রতি, তিনি CPL ২০২৫-এ ৪ টি উইকেট নিয়েছিলেন। অন্যদিকে PSL-এও আলজারি ৮ ইনিংসে ১২ টি উইকেট নেন। পাকিস্তানের ফ্ল্যাট উইকেটে জোসেফ দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন। জানিয়ে রাখি যে, জোসেফ ২০২৪ সালে RCB-র হয়ে খেলেন এবং ৩ ইনিংসে ১ টি উইকেট নেন।

আরও পড়ুন: সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! জানুয়ারিতে ১৬ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, দেখুন ছুটির তালিকা

৩. স্পেন্সার জনসন: মুস্তাফিজুর না খেললে KKR ম্যানেজমেন্ট আবারও তাদের প্রাক্তন পেসারের দিকে ঝুঁকতে পারে। এই বছরের নিলামের কয়েকদিন আগে KKR স্পেন্সারকে ছেড়ে দেয়। এই বছর তিনি KKR-এর হয়ে ৪ টি ম্যাচ খেলেছিলেন। কিন্তু মাত্র ১ টি উইকেট পেয়েছিলেন।