বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর চলা অত্যাচারের জেরে প্রতিবাদ ধ্বনিত হয়েছে ভারতেও। এমতাবস্থায়, বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে মিনি নিলামে KKR (Kolkata Knight Riders) কেনায় নাইট শিবিরও সমালোচনার সম্মুখীন হচ্ছে।
সমালোচনার সম্মুখীন হচ্ছে KKR (Kolkata Knight Riders):
এমনকি, সোশ্যাল মিডিয়ায় KKR-কে বয়কটের দাবিও তোলা হচ্ছে। এমতাবস্থায়, ৯.২ কোটি টাকা দিয়ে কেনা মুস্তাফিজুর রহমান IPL ২০২৬-এ খেলতে না পারলে KKR কোন কোন বিকল্পের দিকে হাঁটতে পারে তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

১. ঝাই রিচার্ডসন: এই অস্ট্রেলিয়ন বোলার সম্প্রতি চোট সারিয়ে ফিরেছেন। প্রায় একই রকম স্টাইলের কারণে এই বাঁহাতি পেসার মুস্তাফিজুরের একজন ভালো বিকল্প হতে পারেন। রিচার্ডসন সম্প্রতি বক্সিং ডে-তে উইকেট নিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে IPL-এও খেলেছেন তিনি। যদিও, তিনি মাত্র ১ টি ম্যাচ খেলেছিলেন এবং কোনও উইকেট হাসিল করতে পারেননি। তবে, মুস্তাফিজুর রহমান না খেললে KKR-এর জন্য রিচার্ডসন একটি ভালো বিকল্প হতে পারেন।
আরও পড়ুন: শেয়ার বাজারে বুলেট ট্রেনের গতি এই ৩ টি স্টকে! হু হু করে বাড়ছে দাম
২. আলজারি জোসেফ: ওয়েস্ট ইন্ডিজের এই পেসারও মুস্তাফিজুরের পরিবর্তে অন্যতম গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচিত হতে পারেন। আলজারি ৩ টি ফরম্যাটেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করছেন। সম্প্রতি, তিনি CPL ২০২৫-এ ৪ টি উইকেট নিয়েছিলেন। অন্যদিকে PSL-এও আলজারি ৮ ইনিংসে ১২ টি উইকেট নেন। পাকিস্তানের ফ্ল্যাট উইকেটে জোসেফ দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন। জানিয়ে রাখি যে, জোসেফ ২০২৪ সালে RCB-র হয়ে খেলেন এবং ৩ ইনিংসে ১ টি উইকেট নেন।
আরও পড়ুন: সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! জানুয়ারিতে ১৬ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, দেখুন ছুটির তালিকা
৩. স্পেন্সার জনসন: মুস্তাফিজুর না খেললে KKR ম্যানেজমেন্ট আবারও তাদের প্রাক্তন পেসারের দিকে ঝুঁকতে পারে। এই বছরের নিলামের কয়েকদিন আগে KKR স্পেন্সারকে ছেড়ে দেয়। এই বছর তিনি KKR-এর হয়ে ৪ টি ম্যাচ খেলেছিলেন। কিন্তু মাত্র ১ টি উইকেট পেয়েছিলেন।












