বাংলা হান্ট ডেস্ক : বাড়িতে দেখা শোনার লোক নেই, ছেলে বৌমা দুজনেই কর্মরত তাই বর্তমানে বেশির ভাগ বৃদ্ধদের একমাত্র বেঁচে থাকার আশ্রয় হয়ে উঠেছে বৃদ্ধাশ্রম৷ যদিও সেখানে কোনও কিছুর অভাব থাকে না শুধুমাত্র সন্তানের ভালোবাসার অভাব, যা অনেক বৃদ্ধ বাবা মাকে শেষ দিন অবধি বয়ে নিয়ে যেতে হয়৷ তবে এখানেই শেষ নয় অনেক সন্তান তাদের বাবা মাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে চলে যান, তবে এ বার বৃদ্ধ বৃদ্ধাদের কষ্ট লাঘব করতে এগিয়ে এল কলকাতা পুলিশ৷
2007 সালে পিতা মাতা ও বয়স্ক নাগরিকদের ভরণপোষণ এবং কল্যাণমূলক আইনের ওপর গুরুত্ব দিয়ে বৃদ্ধা বাবা মাকে না দেখলে ছেলে মেয়েদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেবে ট্রাইব্যুনাল এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে৷ শাস্তি হিসেবে সন্তানদের তিন মাস জেলও হতে পারে৷ যদিও এই ব্যাপারে আগেই ঘোষণা করা হয়েছিল তবে বুধবার কলকাতা পুলিশের প্রত্যেকটি ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এর সঙ্গে বৈঠক করে বিষয়টি স্পষ্ট করে দেন কমিউনিটি পুলিশ বিভাগের কর্তারা৷
এই ব্যাপারে একটি ফর্ম প্রকাশ করা হয়েছে, কোনও বৃদ্ধা যদি এই সমস্যায় পড়েন তা হলে ফর্ম পূরণ করে জমা দিলেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ৷ জানা গিয়েছে এই নতুন আইন শত ছেলে বা মেয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, তাঁরা বৃদ্ধাশ্রমে কী কী সুবিধা পাবে সে সম্পর্কিত বিস্তারিত বলা হয়েছে ওই নির্দেশিকায়৷