শোভনের এখনও অনেক কিছু দেওয়ার বাকি, মানুষ চাইলে আবারও দুজনে স্বমহিমায় ফিরবঃ বৈশাখী

বাংলাহান্ট ডেস্কঃ বঙ্গ রাজনীতিতে বহু চর্চিত জুটি শোভন চট্টোপাধ্যায় (sovan chatterjee) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় (baisakhi banerjee)। রাজনীতির অন্দরে বহু টানাপোড়েনের পর বর্তমানে তাঁদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। কিন্তু এখন সেই জুটিই চাইছেন রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নেওয়ার। তবে এখনও রাজনীতিকে অনেক কিছু দেওয়ার আছে বলেও জানালেন বৈশাখী।

এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রাজনৈতিক অবস্থান সম্পর্কে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, ‘বর্তমানে বিজেপিতে আর ফিরে যাওয়ার কথা ভাবছি না। যে স্বপ্ন নিয়ে বিজেপিতে গিয়েছিলাম, বড় ধাক্কা খেয়েছি। যে দলে (তৃণমূল) শোভনের রক্ত জল মিশে রয়েছে, তা যদি আগের মতন থাকত, তাহলে ফিরে আসতাম না। দুই দল থেকে পাওয়া আঘাত কোন অংশে কম নয়’।

baisakhi banerjee

বৈশাখী বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘তবে এখনও রাজনীতিতে আমার ভূমিকা শেষ হয়নি বলেই আমি মনে করি। তৃণমূলেও আমার যথেষ্ট ভূমিকা ছিল। বিজেপি ও তৃণমূলে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। তবে রাজনৈতিক দিক থেকে পাওয়া ধাক্কা, আমাকে রাজনৈতিকভাবে সমৃদ্ধ করেছে’।

শোভন প্রসঙ্গে বৈশাখী বলেন, ‘প্রকৃতপক্ষে যাকে দেখে রাজনীতিতে আসা, অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়কেই এখন দেখি বর্তমানে রাজনীতি ধরনের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পেরে নিজেকে অনেক দূরে সরিয়ে রেখেছেন। আর এইসব দেখে সাময়িকভাবে মানুষের জন্য কাজ করার ইচ্ছায় ধাক্কা লাগলেও, রাজনীতি থেকে অবসর নিচ্ছি না। শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষায় রয়েছি, অসম্ভব বলে কোন কিছুই নয়। শোভনের এখনও রাজনীতিকে অনেক কিছু দেওয়ার রয়েছে, তাই মানুষ চাইলে আবারও ফিরব’।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর