রেশন সংঘাতঃ রাজ্যপাল নিজের মুখ লকডাউন রাখলে বাংলার মানুষ ভুল বুঝত নাঃ পার্থ চট্টোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) রেশন দুর্নীতির বিরুদ্ধে করা প্রতিবাদের জবাব দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। লকডাউনের সময়ে হওয়া রেশন দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে, বারবার অপমানিত হতে হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এই লকডাউনের সময়ে রাজ্যপালের মুখ বন্ধ রাখার বিষয়েও বলেন।

image 62

রেশন ব্যবস্থায় দুর্নীতি হচ্ছে বলে বিগত কয়েকদিন ধরেই বাংলার বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজ্যপাল। এই নিয়ে তিনি এর আগেও বেশ কয়েকবার চিঠি এবং ট্যুইট করেছে। তিনি জানিয়েছিলেন, ‘রেশন ব্যবস্থায় অনিয়ম হওয়ায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা থেকে পাওয়া খাদ্যশস্য থেকে বঞ্চিত হচ্ছেন বহু গরিব মানুষ। আমি এই বিষয়টি সম্বন্ধে মুখ্য সচিবের কাছে জানতে চাই’।

এরপরই তাঁর চিঠির উত্তরে নবান্ন কড়া জবাব দিয়ে জানিয়েছিল, ‘আপনার এই অভিযোগের কোন সত্যতা নেই। রাজ্য সরকার এই সাহায্য নিজে থেকেই করছে, কেন্দ্র থেকে এখনও পর্যন্ত কোন সাহায্যের খাদ্যশস্য বা রেশন এসে পৌঁছায়নি। তবে এই রেশন বিলির ক্ষেত্রে যারা সাধারণ মানুষের সঙ্গে অনাচার করছে, তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখনও অবধি এই দুর্নীতির জন্য ৩২ জনকে ধরা হয়েছে। রাজ্য সরকার তার কাজ করে চলেছে, আরও দুর্নীতিকারকদের ধরা হবে’।

new 7

তবে রাজ্যপাল এখানেই থেমে যাননি। তিনি মঙ্গলবার ফের আরও একবার ট্যুইট করে জানান, ‘প্রধানমন্ত্রীর গরির কল্যাণ মূলক অন্ন যোজনার আয়ত্তায় তিন মাস বিনামূল্যে রেশন দেওয়া হবে। যার মধ্যে প্রতি মাসে মাথা পিছু ৫ কেজি করে চাল এবং পরিবার প্রতি ১ কেজি করে ডাল দেওয়া হবে। কেন্দ্র প্রথম থেকে এই খাদ্যশস্য দিতে চাইলেও, রাজ্য তা নিতে নারাজ ছিল’।

রাজ্যপালের এই কথার জবাব দিয়ে বলেন, ‘রাজ্যপালের এই বিষয়ে কথা বলার দরকার নেই। মুখ্যমন্ত্রী আছেন, তিনি বুঝবেন এই বিষয়টা। লকডাউনের নিয়ম মেনে যদি তিনি নিজের মুখটাও বন্ধ রাখতেন, তাহলে জনগণ তাঁকে পছন্দ করতেন’।


Smita Hari

সম্পর্কিত খবর