‘আমরা প্রতিহিংসা পরায়ণ হলে বামেদের অনেকেই গ্রেফতার হতো’, বিস্ফোরক দাবি মমতার

বাংলা হান্ট ডেস্কঃ ‘বাংলাতে বদনাম করার চেষ্টা করে চলেছে কিছু মানুষ। ওদের কুৎসা করাই একমাত্র কাজ। তবে আমরা যদি প্রতিহিংসা পরায়ণ হতাম, তবে অনেকে গ্রেফতার হতো’, এদিন নজরুল মঞ্চ থেকে বিরোধীদের আক্রমণ করে একের পর এক কটাক্ষ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে বিজেপি (BJP) এবং সিপিএমের (Cpim) মতো দলগুলোর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি।

সামনেই দুর্গাপুজো। তার আগে এদিন তৃণমূল মুখপাত্রের শারদ সংখ্যার উদ্বোধন করতে নজরুল মঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বলেন, “দিল্লিতে গিয়ে বাংলার বদনাম করা কিছু মানুষের কাজ হয়ে গিয়েছে। তবে এই সকল ঘটনা ঘটলে আমার প্রচন্ড রাগ হয়। বাংলার মাটি অত্যন্ত গর্বের। এর বিরুদ্ধে বদনাম করলে রাগ হবেই।”

এরপরে তিনি বলেন, “বর্তমানে কোন একটা ছবি বের হলে সমালোচনার ঝড় উঠে পড়ে। টাকা নিয়ে কিছু লোক এরকম কাণ্ড করে চলেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের বাংলায় কোন কোন দিকে উন্নয়ন হয়ে চলেছে, ভালো কাজ হয়ে চলেছে, সেগুলি তুলে ধরলে, তা আরো শোভা পাবে।”

উল্লেখ্য, সম্প্রতি কর্মসংস্থানে নয়া দিশার উন্মোচন করে মুখ্যমন্ত্রী বলেন, “১ হাজার টাকা নিন। একটু ঘুগনি নিন। সঙ্গে ছোলা ভাজা, বাদাম ভাজা নিয়ে বেরিয়ে পড়ুন। পুজোর সময় এত বিক্রি হবে, কুলোতে পারবেন না।” পরবর্তীতে মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যের সমালোচনায় সরব হয় বিরোধীরা। এই প্রসঙ্গে মন্তব্য রাখতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে গালাগাল করলে কিছু যায় আসে না। আমি আজ মহালয়ার দিনে মায়ের কাছে সকলকে ভাল রাখার কামনা করেছি। যারা এসব করে চলেছে, তারা বেশি করে করুন। যদি শান্তিতে ঘুম আসে, তাহলে নিশ্চয়ই করুন।”

Untitled design 48

পরবর্তীতে বিরোধীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, “আমরা প্রতিহিংসা পরায়ণ নই। আমরা বদল চাই। সেই কারণে সিপিএমের কাউকে গ্রেফতার করা হয়নি। কেউ ধোয়া তুলসী পাতা নয়।” এরপরই সম্প্রতি ইউনেস্কোর তরফ থেকে দুর্গাপুজোকে ‘হেরিটেজ’ সম্মান দেওয়া প্রসঙ্গ উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, “আমাদের উৎসব দুর্গাপুজো বিশেষ সম্মান পেয়েছ। সেরা গন্তব্য ঘোষিত হয়েছে বাংলা। আমরা উন্নয়ন করে যাই। ফলে কে কি বলবে, তা নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই।”


Sayan Das

সম্পর্কিত খবর