আর পাঁচ বছর নয়, এক বছর চাকরি করলেই মিলবে গ্র্যাচুইটির টাকা

বাংলা হান্ট ডেস্ক : বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এবার গ্র্যাচুইটি দেওয়ার নিয়মে রদবদল আনছে কেন্দ্রীয় সংস্থা৷ জানা গিয়েছে আর পাঁচ বছর নয় কোনও সংস্থায় যদি কোনও কর্মী এক বছর চাকরি করেন সে ক্ষেত্রেও মিলতে পারে গ্র্যাচুইটি৷ এত দিন অবধি কোনও চাকুরিজীবী যদি একটি সংস্থায় কাজ করার পাঁচ বছরের আগেই অন্য সংস্থায় চলে যেতেন সেক্ষেত্রে তাঁর মাইনে থেকে কেটে নেওয়া টাকা কোম্পানির হাতেই চলে যেত এবং গ্র্যাচুইটির টাকা ফেরত পেতে না কোম্পানির নিয়ম অনুযায়ী তবে এবার সেই নিয়ম শিথিল হতে চলেছে৷667714 gratuity thinkstock 040318

যেহেতু মাসের বেতন থেকে এই টাকা কেটে নেওয়া হয় তাই এই টাকা ফেরত পাওয়ার জন্য সকলেরই আশা থাকে কিন্তু অনেকেই ভালো চাকরির আশায় পাঁচ বছরের আগে কোনও সংস্থা ছেড়ে অন্য সংস্থায় চলে যান তার সঙ্গে সঙ্গে গ্র্যাচুইটি টাকা পাওয়ার স্বপ্ন দূর অস্ত হয়ে যায়৷ একে তো প্রতি মাসের বেতন থেকে টাকা কেটে নেওয়া হয় কিন্তু গ্র্যাচুইটির টাকা হাতছাড়া হয়ে যাওয়ায় আর্থিক সমস্যায় ভুগতে হয় চাকরিজীবীদের৷

তবে এবার গ্র্যাচুইটি পাওয়ার ক্ষেত্রে নিয়মের রদবদল করতে পারে কেন্দ্রীয় সরকার৷ নভেম্বর মাসে শীতকালীন অধিবেশনে সংসদে এই প্রস্তাব ওঠার কথা রয়েছে৷ এই নিয়ম চালু হলে কর্ম ছাড়িয়া বিশেষভাবে উপকৃত হবেন একই সঙ্গে টাকা হাত ছাড়ার কোনও সুযোগ থাকবে না৷ খুব শীঘ্রই এই নিয়ম চালু করতে চায় কেন্দ্রীয় সরকার৷ তাই কোনও সংস্থায় এক বছর চাকরি করলেই গ্র্যাচুইটি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন৷

সম্পর্কিত খবর