বাংলাহান্ট ডেস্কঃ বিতর্কিত মন্তব্য করে আবারও সংবাদ শিরোনামে উঠে এলেন বিখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানা (munawwar rana)। তাঁর দাবি, যোগী আদিত্যনাথ (yogi adityanath) যদি আবারও উত্তরপ্রদেশের ক্ষমতায় ফেরেন, তাহলে এ রাজ্য ত্যাগ করবেন তিনি। ভাববেন, যে এরাজ্য মুসলমানদের বেঁচে থাকার উপযুক্ত নয়।
স্যোশাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে উঠেছে কবি মুনাওয়ার রানার বক্তব্য। তিনি বলেছেন, ‘যোগী আদিত্যনাথ আবারও যদি উত্তরপ্রদেশের ক্ষমতায় ফিরে মুখ্যমন্ত্রীর আসনে বসেন, তাহলে আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। আর মেনেও নেব যে এই রাজ্যটি মুসলমানদের থাকার জন্য একেবারেই উপযুক্ত নয়’।
#Lucknow : मशहूर शायर मुन्नवर राणा @MunawwarRana का बयान-" ओवैसी की मदद से यूपी में अगर @myogiadityanath फिर से CM बने तो मैं राज्य छोड़ दूंगा, ये भी मान लूंगा की ये राज्य मुसलमानों के रहने लायक नही है"। pic.twitter.com/0jbV2KSyVo
— UttarPradesh.ORG News (@WeUttarPradesh) July 17, 2021
তিনি দাবি করেন, বিজেপি এবং ওয়াইসি শুধুমাত্র জনসাধারণ এবং অন্যান্য রাজনৈতিক দলকে দেখানোর জন্য লড়াই করে, প্রকৃতপক্ষে বিষয়টা কিন্তু অন্যরকম। তাঁরা লড়াই করছে কারণ, তাঁরা চাইছে যাতে ভোটের মেরুকরণ এবং ওয়াইসি কিছু মুসলিম ভোট দখল করতে পারে। আর অন্য কোন রাজনৈতিক দলকে সুযোগ না দিয়ে যাতে বিজেপি সরকার গড়তে পারে।
রানা আরও দাবী করেন, যদি কোন মুসলিমের মাথায় একটুও বুদ্ধি থাকে, তাহলে তাঁরা ভুলেও ওয়াইসিকে ভোট দেবেন না। ওয়াইসি ভোট দিয়ে বিজেপির জয়ের পথ প্রশস্ত করবেন না।