বাংলাহান্ট ডেস্কঃ বাড়ি বসে একটি সামান্য কাজ করতে পারলেই ২৬ লাখ টাকা? শুনে অনেকেরই মনে হতে পারে গাল গল্প। কিন্তু আদতে তা নয়, সত্যি লকডাউনে বাড়ি বসে এই কাজ করলে নাসা আপনাকে ২৬ লাখ টাকা উপহার দেবে। আসুন জেনে নি কাজটি কি
নাসা 2024 সালে এটিকে মুন মিশন আর্টেমিসে প্রেরণ করবে। তার সুবিধার জন্যই আপনাকে করতে হবে এই কাজ। যদিও কাজটি মোটেই কঠিন নয়। বাড়িতে বসে আপনাকে মহাকাশচারীদের জন্য একটি টয়লেটের ডিজাইন করতে হবে।
https://www.instagram.com/p/CAbORyhpEtp/?igshid=t9eaag8de7jy
নাসা সেরা তিনটি ডিজাইনকে পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। নাসা বলেছে যে মহাকাশে বা চাঁদে যাওয়ার জন্য যে ধরণের টয়লেট দরকার তা এখনো বানানো সম্ভব হয় নি।
https://www.instagram.com/p/B_FwnrnprdS/?igshid=1qaa0d8nnkkdq
নাসা সব থেকে সহজে ব্যাবহার করা যায় এমন একটি টয়লেটের ডিজাইন খুঁজছে। পাশাপাশি এই টয়লেটে সহজে রিসাইকল ও করার সুবিধা থাকতে হবে। আর এই দুটি শর্ত অনুযায়ী নাসার পছন্দ হলেই মিলবে ২৬ লাখ টাকা।
https://www.instagram.com/p/B-X8smqJ2Bu/?igshid=1vutd8aymx0w6
প্রসঙ্গত, ১৯৭৫ সাল থেকেই টয়লেট নাসার মহাকাশ যাত্রার ক্ষেত্রে একটি বড় সমস্যা। গত কয়েক বছরে মহিলা মহাকাশচারীর সংখ্যা অনেক বেড়ে গেছে, পুরনো টয়লেটের কারনে মহিলা মহাকাশচারীদের অসুবিধা হচ্ছে । এই কারনেই নাসা রিসার্চ করে নতুন প্রযুক্তিতে এক বিশেষ টয়লেট বানাতে চায় যা মহিলা ও পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবে।
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’