বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে রীতিমতো হাঁসফাঁস অবস্থা সকলের। এমনকি, দুপুরের দিকে বাড়ি থেকে বেরোনোই কার্যত একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। যদিও, মাঝে মাঝে বিকেলের দিকে কালবৈশাখীর জন্য পরিবেশ কিছুটা ঠান্ডা হলেও দুপুরের দিকে রোদের তীব্রতায় জর্জরিত সবাই। এদিকে, গ্রীষ্মকাল এলেই আরও একটি সমস্যার মুখোমুখি হতে হয় সকলকে।
মূলত তীব্র গরমে বাড়ির ছাদে থাকা ট্যাঙ্কের জল এই সময় অত্যন্ত গরম হয়ে যায়। যার ফলে ওই গরম জলে দুপুরের দিকে স্নান করতে গিয়ে হতে হয় অসুবিধার সম্মুখীন। প্রায় প্রতিটি বাড়িতেই গরমকালে এই বিষয়টি পরিলক্ষিত হয়। আবার অনেকে বিভিন্ন চেষ্টা করেও এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেননি। এমতাবস্থায় বর্তমান প্রতিবেদনে আমরা এমন কিছু টিপস আপনাদের সামনে উপস্থাপিত করবো যার সাহায্যে প্রবল গ্রীষ্মের দাবদাহেও ঠান্ডা রাখতে পারবেন বাড়ির ট্যাঙ্কের জল।
১. পাটের বস্তা ব্যবহার করুন:
বাড়ির ট্যাঙ্কের জলকে তীব্র রোদের হাত থেকে ঠান্ডা রাখতে পাটের বস্তার ব্যবহার করতে পারেন। এমনিতেই, এই বস্তা কমবেশি প্রায় সব বাড়িতেই পাওয়া যায়। আর এটাকে কাজে লাগিয়েই ট্যাঙ্কের জলকে ঠান্ডা রাখা যেতে পারে। ৪ থেকে ৫ টি পাটের বস্তা সংগ্রহ করে সেগুলিকে ভিজিয়ে বস্তাগুলিকে দিয়ে ট্যাঙ্কটিকে বাইরে থেকে ভালভাবে ঢেকে দিতে হবে। আর এরফলে সূর্যের আলো সরাসরি ট্যাঙ্কের গায়ে লাগবেনা এবং জলও ঠান্ডা থাকবে।
২. আগে থেকে বালতিতে জল ভরে রাখুন:
দুপুরে ট্যাঙ্কের গরম জলের হাত থেকে বাঁচতে আগেভাগেই অনেকগুলি বালতিতে জল সংরক্ষণ করে রাখতে পারেন। এর জন্য সকালবেলা উঠে বাথরুম বা যে কোনো জায়গায় বেশ কয়েকটি বালতিতে জল ভরে রাখলে দুপুরবেলা পর্যন্ত সেই জল ঠান্ডা থাকবে এবং আপনি নিশ্চিন্তে স্নানও করতে পারবেন।
৩. পানীয় জলের জন্য মাটির কলসি ব্যবহার করুন:
গ্রীষ্মকালে ফ্রিজ ছাড়াও আপনি খুব সহজেই ঠান্ডা পানীয় জল পেতে পারেন। এর জন্য মাটির পাত্র বা কলসি ব্যবহার করতে হবে। ট্যাঙ্ক থেকে জল নিয়ে তা সরাসরি মাটির কলসিতে রেখে দিলে সেই জল দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে।
৪. কুলার বা পাখার সাহায্যে জল ঠান্ডা রাখুন:
প্রচন্ড গ্রীষ্মে একটু ঠান্ডা জলের জন্য রীতিমতো হাহাকার শুরু হয়ে যায়। এমতাবস্থায়, ট্যাঙ্কের গরম জল ঠান্ডা করার জন্য আপনারা ফ্যান বা কুলার ব্যবহার করতে পারেন। এছাড়াও, পানীয় জল বোতলে ভর্তি করে সেটিকে কুলারের সামনে রেখে দিতে পারেন।
৫. জলের পাইপটিকে ভেজা কাপড় দিয়ে ঢেকে দিন:
গ্রীষ্মকালে ট্যাঙ্কের জল গরম হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ হল যে পাইপলাইন দিয়ে জলটি আসে সেটি সূর্যালোকের স্পর্শে এসে গরম হয়ে যায়। এমতাবস্থায়, কোনো ভেজা কাপড় দিয়ে যদি সেটিকে ঢেকে দেওয়া যায় তাহলে সেটি সরাসরি সূর্যালোক পাবেনা এবং সেক্ষেত্রে জলও ঠান্ডা থাকবে।
৬. তামার পাত্রে জল রাখুন:
মূলত, তামার পাত্রে জল রাখলে সেই জল দীর্ঘক্ষণ ঠান্ডা থাকে। অর্থাৎ, এই পাত্রের সাহায্যে খুব সহজেই ট্যাঙ্কের জলকে ভরে তা ঠান্ডা রাখা সম্ভব। সর্বোপরি তামার পাত্রে জল পান করা স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত ভালো। এমতাবস্থায়, গ্রীষ্মকালে জল ঠান্ডা রাখতে এই পাত্রের ব্যবহার করতেই পারেন।