আর নেই চিন্তা! LIC-র এই স্কিমে বিনিয়োগ করলেই প্রতিমাসে মিলবে ৩৬ হাজার টাকা

বাংলা হান্ট ডেস্ক: বিনিয়োগকারীদের কাছে LIC (Life Insurance Corporation of India) হল একটি নির্ভরযোগ্য নাম। বছরের পর বছর ধরে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে আসছে এই সংস্থা। পাশাপাশি, গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন নিত্যনতুন পলিসিও নিয়ে আসে LIC। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে LIC-র এমন একটি পলিসি সম্পর্কে জানাবো যার সুবিধা প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে প্রবীণ গ্রাহকরা পেতে পারেন। এই পলিসির অধীনে, গ্রাহকেরা প্রতি মাসে ৩৬ হাজার টাকা পর্যন্ত পেনশন বাবদ পেতে পারেন।

LIC-র নতুন পলিসি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্প্রতি LIC জীবন অক্ষয় পলিসি (LIC Jeevan Akshay Policy) নামের একটি স্কিম শুরু করেছে। এই পলিসিটি একজন বয়স্ক ব্যক্তির জন্য পেনশন পাওয়ার ক্ষেত্রে একটি সহজ উপায় হিসেবে বিবেচিত হতে পারে। এমন পরিস্থিতিতে, আপনার বয়স যদি ৩৫ থেকে ৮৫ বছরের মধ্যে হয়, তাহলে আপনিও LIC-র জীবন অক্ষয় পলিসির সুবিধা নিতে পারেন।

এই স্কিমের অধীনে, গ্রাহককে তাঁর অ্যাকাউন্টে একবারে সর্বাধিক পরিমাণ অর্থ জমা করতে হবে। তারপরে তিনি পেনশন হিসাবে প্রতি মাসে সঞ্চয়ের একটি ছোট অংশ পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই পলিসিতে বার্ষিক ন্যূনতম ১২ হাজার টাকা বিনিয়োগ করা যেতে পারে। যদিও সর্বাধিক পরিমাণের ক্ষেত্রে কোনো সীমা নির্ধারণ করা হয়নি।

এমন পরিস্থিতিতে, যদি আপনার কাছে বেশি অর্থ থাকে, সেক্ষেত্রে আপনি জীবন অক্ষয় পলিসির অধীনে দীর্ঘ সময়ের জন্য সঞ্চয় করে প্রতি মাসে ভালো অঙ্কের পেনশন পাওয়ার সুবিধা নিতে পারেন। শুধু তাই নয়, আপনি যদি জীবন অক্ষয় পলিসির অধীনে ১ লক্ষ টাকা জমা করেন সেক্ষেত্রে আপনি প্রতি বছর ১২ হাজার টাকা পেনশন পাবেন।

If you invest in this scheme of LIC, you will get 36 thousand rupees

অন্যদিকে, আপনি যদি এই পলিসির অধীনে ৭০ লক্ষ টাকার বিমাকৃত অর্থের বিকল্পটি বেছে নেন, তাহলে সেক্ষেত্রে আপনি প্রতি মাসে ৩৬,৪২৯ টাকা পাবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শারীরিক ভাবে প্রতিবন্ধী ব্যক্তিরাও LIC-র জীবন অক্ষয় পলিসির সুবিধা নিতে পারেন। এখানে মোট ১০ টি ভিন্ন ধরণের পেনশনের বিকল্প পাওয়া যায়। অন্যদিকে, পলিসি হোল্ডার মারা গেলে, সেক্ষেত্রে পেনশনটি বন্ধ হয়ে যাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর